মেঘাচ্ছন্ন মানুষগুলো খাদ্য পুকুরে হিমশিম খেলেও
আমাদের প্রতিভাত সম্পর্কগুলো উষ্ণ হয়
এখন যেমন বিদূষীর সংলাপে হিমায়িত প্রক্ষেপন
আর একা একা কয়েকটা বিচ্ছিন্ন উলের বুনন
শীতের সকালের মুড়ে থাকা জাম্ফারে
শকুনের দৃষ্টিতে বিসদৃশ্য ভূক ইট-কয়লা গিলে
জয়নারায়নী জিগির ওঠানো তামাম বানোয়াট দিনগুলো
গুলি করে মেরা ফেলার কাছামোরা
নিশপিশ আঙুলে অহেতুক গর্ত ফোলানো
ট্রিগারে উম্মত্ত জানোয়ার হাত
সূর্য্য ভর্তা আর মৃত্যু ভাতের উপত্যকায়
সর্বশেষ এডিট : ১১ ই নভেম্বর, ২০০৮ বিকাল ৪:৪৫

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



