২. আমি এক্সপি ইন্সটল করতে চাই এবং এক্সপি তে থাকতে চাই
৩. এক্সপি সিডি ইনসার্ট করে রিষ্টার্ট দিলে press any key অপশন টা না এসে সরাসরি কম্পিউটার চালু হয়ে যাচ্ছে ।
৪. এরপর ম্যানুয়াল্লী ডিভিডি ড্রাইভ থেকে ইন্সটল করার চেষ্টা করে নিচের মেসেজটি পাচ্ছি
** নিউয়ার ভার্সন ইন্সটল করা আছে, তাই পুরোনো ভার্সন সে ইন্সটল করতে দেবেনা, সমস্যাটা এরকম । অর্থাৎ সেভেন নিউয়ার, আর এক্সপি পুরোনো...
৫. নেটে অনেকভাবে সার্চ করলাম, কিভাবে সেভেন ফরম্যাট করে এক্সপি ইন্সটল করতে পারি, কিন্তু কিছুতেই সমাধান পাইনি ।
প্রিয় ব্লগার ভাইয়া ও আপুরা, আপনাদের দ্বারস্থ হলাম । প্লিজ একটা উপায় বাতলে দিন । উইন্ডোজ সেভেন ফরম্যাট করে এক্সপি ইন্সটল দিতে হবে । প্লিজ... কি করবো ????

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




