যা তাকে করতেই হবে পার, সাঁতার কেটে,
ফল এবং বাদামের জন্য।
সাহায্য করতে
আমি আমার রাইফেল নিয়ে বসি বন্য
একটি গাছের উঁচু ডালে, নদীর কিনারে
ক্ষুধার্ত বানরটা যে ধারে।
কিভাবে আমার রাইফেল সাহায্য করে
তাকে? বানরটা সাঁতার কাটলে
আমি প্রথমে উজানে দেখি: শিকারি জানোয়ার দ্রুত চলে।
বিপরীত স্রোতে
যদি একটি কুমির ভাটা থেকে বানরটাকে খাওয়ার লক্ষ্যে
আর উজান থেকে একটা অজগর জ্বলেপুড়ে যায়
একই উচ্চাকাঙ্ক্ষায়,
আমি করি গণিত, বীজগণিত, জ্যামিতি,
বানরের-কোন-বাঁশে কতটা তেল আর অবনতি,
কুমির আর অজগর সাপের-গতি,
এবং যদি, যদি
দেখে মনেও হয় অজগর বা কুমির
বানরের কাছে পৌঁছে যাবে নদী
পার হবার আগেই,
আমি আমার রাইফেলে নিশানা রেখে গুলি করে দেই
এক, দুই, তিন, এমনকি চারপাঁচবার নদীর পানিতেই
ঠিক বানরের পাছার পেছনের দিকে
আরো তাড়াতাড়ি আগাতে হবে সামনে বানরটাকে।
সাপকে বা কুমিরকে নয় কেনো?
কারণ তারা শুধু নিজেদের কাজটাই করছে এখনো;
কিন্তু বানর, বানররা তো
একটি শিশুর মত ছোট হাতে কর্ম করে খায়,
এবং এদের বুদ্ধিমান সুশীলগুলোকে খাঁচায় হাসতেও দেখা যায়।
সর্বশেষ এডিট : ২১ শে জুলাই, ২০২৩ ভোর ৪:৫৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



