কম্পুর সামনে বসে থাকতে থাকতে মোটা হয়ে যাচ্ছি। মাটিতে কোন কিছু পড়লে ওটা তুলতে গেলে ব্যাকপেইন শুরু হয়ে যায়। ভয়াবহ আনফিট অবস্থা। তাই চিন্তা করলুম এই সাড়ে ২৪ বছর বয়সেই এই অবস্থা হয় তাহলে যখন বুড়ো হব তখন কি হপে??
চিন্তা করে করে লাভনাই। কাজ করতে হবে। যেই ভাবা সেই কাজ। বিকেল বেলা জগিং করার জন্য সোজা দৌড়ালাম গুলশান পার্কে। পার্কের অবস্থা তথৈবচ। উন্নয়ন কাজ চলছে। লেকে পানি নাই। তো বেশ কয়েক রাউন্ড হাঁটা দিলাম। প্রায় সন্ধ্যা হয়ে যাচ্ছে। তাই বেরিয়ে পড়লাম। রাস্তা এসেই এক ভয়ংকর দৃশ্য চোখে পড়ল। দেখে আতমখে আমার হাত পাও ................

দেখলাম এক সাদাকালো ছোপ ছোপ ছাগু রাস্তার একদম মাঝ বরাবর মনে আনন্দে হেটে যাচ্ছে (ছাগুদের আয়োডিনের অভাব তা আবাল বৃদ্ধবনিতা সবাই জানেন)। একটা প্রাইভেট কার তো প্রায় ছাগুটাকে চাপাই দিয়ে দিয়েছিল। কিন্তু ছাগু শালার ভ্রুক্ষেপ নাই। গাড়ি সাইড দিয়ে চলে গেল কিন্তু ছাগু সাহেব আগের মতই রাস্তার মাঝ দিয়েও হেটে যেতে লাগলেন। আমি দেখলাম এই ব্যাটাকে না সরালে নির্ঘাত মারা পড়বে।
ঐ সময় আবাক হয়ে লক্ষ্য করলাম আমার সামনে একটা কাঠাল গাছ। এর আগে কখনো রাস্তার পাশে কাঠাল গাছ চোখে পড়েনি। চারটে পাতা ছিড়লাম।। এইবার ছাগুটাকে আ তু তু তু করে ডাক দিলাম। কাঠাল পাতার লোভে ছাগুটা ধেই ধেই করে রাস্তা ছেড়ে ফুটপাথে এসে পড়ল। একটি সম্ভাবনাময় ছাগুর জীবন রক্ষা পেল।
ব্লগে যেহেতু অনেক ছাগু আছে তাই ভাবলাম এই ঘটনা টা শেয়ার করলে তাদের অনেক ভাল লাগবে। ভাল লাগবে তারা অবশ্যই প্লাস দিয়ে যাবেন। আর তথাকথিক ছাগু ফাইটাররা কামান দাগাইয়া মাইনাস দিতে পারেন নু প্রবলেম।
সর্বশেষ এডিট : ১২ ই জানুয়ারি, ২০১১ রাত ৮:২৫

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



