"পড়ো! তোমার সৃষ্টিকর্তা প্রভুর নামে।" - এই শিরোনামে একটা ছোট্ট লেখা পোস্ট কেরেছিলেন ব্লগার গ্রীনলাভার। অমনি তাকে, তার হৃদয়ের অনুভূতিকে ছিন্নভিন্ন করে দিতে সেখানে হামলে পড়লো কিছু আত্মস্বীকৃত নাস্তিক, কাফির, মুশরিক ও মুসলিম নামধারনকারী চরম ইসলামবিদ্বেষী "পাজী" লোকজন। কিন্তু কেন? নাস্তিক ও ইসলামবিদ্বেষী infested এই ব্লগে, যে গুটিকেয়ক বিশ্বাসী মুসিলম ইসলাম নিয়ে লেখালেখি করেন, তারা তো কখনো অন্যধর্মীয়দের আক্রমণ করেন না! আর কতকাল "ব্লগীয় নীতিমালা" ও "মুক্তিচিন্তার" বর্মের আঁড়াল থেকে দেশের জনসংখ্যার ৮৭% - মুসলিমদের ধর্মীয় অনুভূতিকে এভাবে deconstruct করার অপপ্রয়াস চালানো হবে? আমি ওখানে মন্তব্য না করে ভাবলাম, একজন নাস্তিকের আবোল তাবোল কথার জবাবে একটা আলাদা পোস্টে দেয়া উচিত। উপেরর ভিডিওতে ঐ নাস্তিকের কথার জবাব রয়েছে।
বাংলাদেশের দক্ষিণপন্থীদের দম আছে বলতে হয়! নির্বাচন ঠেকানোর প্রকল্পের গতি কিছুটা পিছিয়ে পড়তেই নতুন টার্গেট শনাক্ত করতে দেরি করেনি তারা। ডিসেম্বরের শেষ সপ্তাহ ঘিরে নতুন কর্মসূচি সাজাতে শুরু করেছে... ...বাকিটুকু পড়ুন
গত কয়েক মাসে GP বহু বাংলাদেশী অভিজ্ঞ কর্মীদের ছাটায় করেছে। GP র মেইন ব্রাঞ্চে প্রায় ১১৮০জন কর্মচারী আছেন যার ভেতরে ৭১৯ জন ভারতীয়। বলা যায়, GP এখন পুরোদস্তুর ভারতীয়।
আইনশৃংখলা পরিস্থিতির অবনতি পুরো ১৫ মাস ধরেই ছিলো। মব করে মানুষ হত্যা, গুলি করে হত্যা, পিটিয়ে মারা, লুট হওয়া অস্ত্র উদ্ধার করতে না পারা, পুলিশকে দূর্বল করে রাখা এবং... ...বাকিটুকু পড়ুন