ছড়া_কবিতাঃ "বছরের হিসাব"
নতুন বছর এলেই কি
নতুন কিছু আসে?
বছর শুরুর সূর্য কি আর
নতুন করে হাসে?
পুরোনো সব যায় কি চলে
বানের মতো ভেসে?
নতুন করে একটা জীবন
হয় কি শুরু শেষে?
না যদি হয়, তবে কেন
এমন আয়োজন?
অর্থ-কড়ি শ্রাদ্ধ করার
কিসের প্রয়োজন?
বছর শেষে ঘরে বসে
ভেবে যদি দেখি,
সময় হলো এ জগতের
সবচে' বড় মেকি।
শুধু কেবল ক্ষণ গণনা
হিসাব রাখার... বাকিটুকু পড়ুন
