(ছবিঃ নেট )
আমি আমার অন্তরের অন্তস্থল থেকে আন্তরিক সমবেদনা জানাচ্ছি... সে সকল ভাই-বোন, তথা ২০০১-২০০৬ সাল, গত বিএনপি'র আমলে, ভুক্তভোগী মানুষদের'কে।
- যারা চানখার পুল থেকে পাইকারী দরে, ঘরে ঘরে হ্যারিকেন কিনেছিলেন।
- যে সমস্থ, মায়েদের বুক খালি হয়েছিল, হাসপাতালে বিদ্যুৎ না থাকার কারনে।
- যে সমস্ত, ব্যবসায়ীর বন্ধ হয়ে গিয়েছিল মিলের চাকা।
- যে সকল, মানুষ নিহত হয়েছিলেন, সাবস্টেশনে দায়িত্ব পালন করতে গিয়ে, গণমানুষের রোষানলে পড়ে।
- যে সকল মানুষেরা অন্ধকারে, রাস্তায় খোলা ম্যানহোলে পড়ে আহত হয়েছিলেন।
এবং,
- বর্তমানের যে সকল ভাই-বোনেরা চায়না চার্জার লাইট কিনেছিলেন ৩০০ টাকা করে। যা আর কোন কাজে লাগছে না।
- বর্তমানের সকল, বিদেশী চার্জার লাইট কোম্পানীকে যারা এদেশে তাদের ব্যবসা হারিয়েছেন।
- সে সকল ভাইয়ের জন্য, যারা তাদের মোমবাতি'র ফ্যাক্টরী বন্ধ করে সেখানে নতুন ব্যবসা শুরু করেছেন।
- সে সকল ভাইয়েদের জন্য, যারা ভুলে গেছেন, শেষ কবে বিদ্যুৎ গিয়েছিল।
তাই, আগামীকাল, আলোক উৎসব, ১০,০০০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের মাইলফলক অর্জনের আনন্দ উৎসবে, সে সকল ভাই-বোনসহ সবাই'কে জানাই আলোকময় শুভেচ্ছা।
অভিনন্দন জানাই, বাংলাদেশ আওয়ামীলীগ'কে
অভিনন্দন জানাই, বাংলাদেশের উন্নয়নের রুপকার, জননেত্রী শেখ হাসিনা'কে।
যার সততা, সুশাসন, দূরদৃষ্টি এবং বলিষ্ট নেতৃত্বে,
... এগিয়ে যাচ্ছে দেশ
উন্নত হচ্ছে বাংলাদেশ !
বিজয়ের পথে থামবো না।
জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




