১ম কিস্তি Click This Link
২য় কিস্তি Click This Link
৩য় কিস্তি Click This Link
৪র্থ কিস্তি Click This Link
আনন্দ আজ কিছুটা রেগে আছে। যদিও বুঝতে পারছে না, রাগের কারণটা যুক্তিযুক্ত কিনা। সোহেল স্যারের ব্যাচে লাবন্য মেয়েটা ভর্তি হওয়ার পরই অন্তর এর সাথে ওর ঘনিষ্ঠতা দিনে দিনে বাড়ছে। কেন জানি অন্তরের সাথে অন্য কাউকে দেখলে আনন্দের মোটেও ভালো লাগে না। ও ঠিক করেছে আজ ও অন্তরকে বকা দিবে ফোন তুলে ডায়াল করলো ও অন্তর কে।
-হ্যালো..
-আমি আনন্দ।
-কি করছো?
-জানিনা।
-কি ব্যাপার, রেগে আছো মনে হ্য়?
-না।
-বেশ কয়েকদিন তো ফোন দাও নাই। স্যারের বাসা থেকে আগে আগে চলেও যাও। কি ব্যাপার..
- দাঁড়িয়ে থেকে কি করবো, তাই বাসা চলে আসি।
-হুম...। আচ্ছা, অন্তর, তুমি কেমন ছেলে বিয়ে করবা? যদি চাও তো খুঁজে দেই।
- আমি বিয়ে করবো না।
-বলো কি? :O
- ছেলেরা খুব দুষ্ট হ্য়। সামনে বলে
" তুমি আমার প্রথম গো তুমিই আমার শেষ;
ভুতের গলির ঐ মেয়েটা দেখতে কিন্তু বেশ।"
- হা হা হা.....।
- হাসবা না। তুমি নিজেও ঐ রকম।
-বলো কি?
- হুম..। তোমার তো অনেকগুলো বউ.. এক নম্বর বউ হল লাবণ্য, দুই নম্বর বউ হল মিতুল, তিন নম্বর হল আরশি..
-শোনো আনন্দ; ওরা যদি আমার এক নম্বর বউ হ্য়, তবে, তুমি হলা আমার শূণ্যতম বউ।
- বাজে কথা বলবা না।
-মোটেও বলছি না, আনন্দ।
-ঠিক আছে। ভালো.. আমি রাখলাম।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


