সবাই কেমন আছেন? আমি কিন্তু ভাল নেই। কারণ টাতো জানেনই।
হ্যা! এই ফেইসবুক ছিল আমার সময় কাটানোর একটি মাধ্যম। কিন্তু এটা বন্দ হয়ে গেল। তবে আমি ফেইসবুক বন্দ হবার পক্ষে নই। আমার নিজের দৃষ্টিতে যেসকল কাজ বর্তমান সময়ে করা সম্ভব সেই সব কাজ গুলো এখানে বলছি।
BTRC এর ত্রুটি
ফেইসবুক বা অন্য যেকোন সাইটই তারা বন্ধ করতে পারে। কিন্তু এইভাবে হঠাৎ করে বন্ধ করাটাকি ঠিক হয়েছে? তারা তো পারত ৩,৪ সময় দিত। তাহলে সকল বন্ধুদের সাথে ভবিষ্যতে যুক্ত থাকার উপায় হত। এই মূহুর্তে অনেক বন্দু রয়েছে যাদের অন্য কোন আইডি আমাদের কাছে নেই। তাই এটি সরকারের একটা ত্রুটি বলে আমি মনে করি।
ফেইসবুকের উজাররা এই মূহুর্তে কী করবেন?
আপনারা শুনে হয়ত খুশী হবেন যে, এখনও অনেক উপায়ে ফেইসবুক চালানো সম্ভব। কিন্তু একটি কথা মনে রাখবেন এই সব উপায় অবলম্বন করে ফেইসবুক পরিচালনা করতে গেলে একাউন্ট হ্যাক হবার সম্ভাবনা অনেক বেশী। তাই এই বিষয়ে সাবধান থাকুন। তবে আপনি চাইলে মোবাইল দিয়ে এখনো ফেইসবুক ব্যবহার করতে পারবেন। এর জন্য আপনার মোবাইলে Opera ইন্সটল করে নিতে হবে। আর আমার মতে সরকার যেহেতু এই নিয়ম করেছে সেহেতু চোরের মত ফেইসবুক ব্যবহার না করে প্রকাশ্যে ফেইসবুক ব্যবহারের জন্য আন্দোলন শুরু করা। এর জন্য আমি সবাইকে বলব এই নিয়ে প্রত্যেকের ব্লগে লিখালিখি শুরু করে দেওয়ার জন্য। আর এই মূহুর্তে আপনি অন্যান্য ওয়েব সাইট ব্যবহার করতে পারেন। অন্যান্য ওয়েব সাইটের মধ্যে রয়েছে, Hi5, Netlog, Twitter ইত্যাদি। এবার আপনি বেচে নিন কোনটি আপনি ব্যবহার করবেন। তবে আপনাকে আবারো বলে দিচ্ছি যে, আপনি চাইলে এখনো ফেইসবুক ব্যবহার করতে পারবেন একদম বৈধভাবে আর তা হল মোবাইল দিয়ে।
ফেইসবুকের বর্তমান মূহুর্তে কী করণীয়
বর্তমান মূহুর্তে ফেইসবুকের করণীয় কাজগুলোর মধ্যে প্রথমেই ঐ সব বাজে পেইজগুলো ডিলিট করে দেওয়া, তারপর ফেইসবুকের সিস্টেম পরিবর্তন করা। কেননা তা না হলে কিছুদিন পরে দেখা যাবে অন্য কোন এক দেশে এই অবস্থার সৃষ্টি হয়েছে। এখানে সিস্টেম পরিবর্তন বলতে আমি বুঝাতে চাচ্ছি যে, আইপি এড্রেস এর ভিত্তিতে নুতুন একাউন্ট খোলার ব্যবস্থা করা। তাহলে কিছুটা হলেও ফেইক আইডি বন্ধ হবে। এছাড়া ফেইসবুকে সকল ধর্ম নিয়ে অপপ্রচার বন্ধ করা।
এই মুহুর্তে কী করণীয় আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এই লিখাটি পড়ার জন্য আপনাকে ধন্যবাদ। সবাই ভাল থাকবেন।
"আমার ফেইসবুকের ১২০০ বন্ধুদের হারিয়েছি। যার মধ্যে এই ব্লগেরো অনেক ছিল। তাই আমার বন্ধুরা যদি আমার সাথে যোগাযোগ করতে চায় তাহলে আমাকে ইয়াহুতে যুক্ত করতে পারন। আমার ইয়াহু আইডি হল [email protected] Gtalk আইডি [email protected] এবং Twitter এ যুক্ত করুন এই লিংকে প্রবেশ করে।
[কম্পিউটারের বিভিন্ন সফটওয়্যার এর কাজ জানতে ভিজিত করুন http://www.tfortechnic.blogspot.com
বাংলাদেশ হতে টাকা আয় করতে চাইলে ভিজিট করুন এই ঠিকানায়।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



