মন বদলিয়ে এখানে ওখানে দর্শন করে
ব্যক্তির রুচি সাধ জাগে যত জনে,
এখানে জীবন সুন্দর নাকি ধোঁয়াশায় পরে
ঢেকে গেছে তার অনন্ত সেই ক্ষণে।
এক জীবনেই পৃথিবীর পথে সুখী কয়জন?
সবখানে আছে দুঃখের ঢেউ,
উন্নত টানে মন বদলিয়ে নিজের ভেতরে
পূর্ণতা আজো পেয়েছে কি কেউ?
কোন একজনা এসেছিল ঘুরে জীবনের কাছে
সেখানে দেখেছি নিজ ব্যর্থতা, নিজেরি দাঁড় টান,
আর অযোগ্য বুঝতে পেরেছি সাধের দুয়ারে
ছিটকে পড়েছি ব্যর্থের অনুদান......
তার মন আজ উন্নত দিকে বিলিয়ে দিতেছে
এ দায় নিজের আরো গভীরের গহীন শব্দে শুনতে পেলাম
কষ্টের আর্তনাদ ....
আমি নয় কোনো উন্নত কোনো স্বপ্নের মত....
মন বদলানো তবু হয়ে উঠে নাই...