বাড়ির ভেতর বৃক্ষরাজি তোমার মত উধাও এখন,
একলা একা মাটির শরীর নীল আকাশে হানা যে দেয়।
জোড়া শালিক কুশ টানে না বাড়িঘরে সংসার পেতে।
তোমার মত হারিয়ে গেছে এক নিমিষেই চোখের পিছি।
আগের মত ভোর জাগে না দোয়েল ডাকা প্রথম ভোরে,
অপেক্ষায় আর কেউ করে না বর্ষা কিংবা শরৎ শিশির।
তোমার মত বৃষ্টি এখন মুনাজাতে তাও নামে না,
রোদ্র তাপে সব গলে যায় তবু তোমার মন গলে না
বদলে গেছে বসত বাড়ি তোমার মনের ইচ্ছার মত
উলট পালট চারিদিকে অন্ধকারে ডুবে আছে ।
বাড়ির ভেতর আগের ছবি হঠাৎ করে উলট পালট,
ভেঙে যাবে অজানাতে যেথায় থামে সেই কোলাহল
তোমার মত সবকিছু ঠিক আগের মত একটু ও নাই।
লেখা মোঃ মুসা শশীভূষণ চরফ্যাশন ভোলা। উৎসর্গ শাকিলা।( ছন্দ স্বরবৃত্ত )
সর্বশেষ এডিট : ১০ ই জুন, ২০২৪ দুপুর ২:৫৫

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



