মৃত্যুকে যারা তুচ্ছ ভেবেছে
সত্য কে যারা করেছিল জয়,
তার থেকে কেউ উত্তম বীর
ধরনীর বুকে আর কেউ হয়।
অধিকার চেয়ে যারা হলো বলিদান,
সেই অধিকার কিসে করো দান,
যাদের রক্তে পবিত্র ভূমি আজ
সেই ভূমি রবে স্বচ্ছ সোপান।
যুদ্ধের মাঠে যারা দাঁড়িয়েছে রুখে
তারাই তো জানে স্বাধীনতা মানে,
স্বাধীনতা কত কঠিন জিনিস
মৃত্যুর সাথে ছিল-আলিঙ্গনে।
দেশের চেয়ারে কাকে বসালেন
যুদ্ধের মাঠ থেকে যারা ফিরছেন,
পৌঁছে গিয়েছে মৃত্যুর কাছে
ফেরা সৈনিকে দাও চালকের স্থান।
স্বাধীনতা মুখে কাজে শয়তানি
দুর্নীতি আর রাহাজানি ঞ্জলি,
তেমনি লোককে দিওনা আসন
বঙ্গ ভূমিতে হে-বীর বাঙ্গালী।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



