
স্বাধীনতা তুমি বিজয় দিবসে শহীদ মিনারে
এ ছাড়া কোথাও পাওয়া কি যায়?
তোমাকে খুঁজেছি চাকরি বাকরি নেওয়ার কালে
তখন দেখেছি কত অসহায়।
স্বাধীনতা যদি দুর্নীতি খোরে আর ঘুষখোরে
তোমার শরীর খুঁচিয়ে খুঁচিয়ে খায়,
তাহলে সত্যি কবে এসেছিল এই বাংলায়।
স্বাধীনতা তুমি দালালের হাতে জিম্মি থাকলে
রাজনীতি ঘরে জিম্মি থাকলে,
এতটা লাশের রক্ত ছিটিয়ে জীবন হারিয়ে
কি লাভ হয়েছে? কোথায় রাখলে?
খাদ্যের দামে সীমার বাইরে চাষায় পায়নি
ন্যায্য মূল্য গরীবের গালে হাত,
স্বাধীনতা তুমি কোথায় আসলে কেনো
লুটপাট আর চলে সংঘাত।
স্বাধীনতা তুমি চোরের জন্য কিভাবে হয়েছ
দুর্নীতি খোরে কিভাবে খাইলো দেশের রক্ত মাংস
স্বাধীনতা তুমি রাজনীতি খোরে ভাগ করে খায়
একাত্তরের শহীদ ভাইরা রাজনীতি বিদ ছিল?
যুক্তি দিয়েই স্বাধীন হয়নি রক্ত দিয়েই হয়েছে?
তাহলে তোমার যুক্তির কথা এত সুন্দর হয়েছে?
এইবার বলো স্বাধীনতা তুমি এসেছিলে কবে? এই বাংলায়
- মোঃ মুসা
সর্বশেষ এডিট : ২৪ শে নভেম্বর, ২০২৪ সন্ধ্যা ৬:৫৫

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



