ফাইনাল্লি ডিসাইড দুইটা ক্যামেরা চয়েজ করলাম।
ক্যানন ইওএস ৬০০ডি ১৮ মিমি -৫৫ মিমি লেন্স কিট

এবং
নাইকন ডি৯০ ১৮ মিমি – ১০৫ মিমি ভি আর লেন্স

যেকোন একটায় আমাকে সিলেক্ট করে দেন।
আমি চেয়েছিলাম ক্যামেরা বাহির থেকে আনাতে কিন্তু কাউকে পাই নাই যে এই বিষয়ে হেল্প করতে পারে। তাই বাধ্য হয়েই আমি বাংলাদেশ থেকে কিনতে চাচ্ছি। তো বাংলাদেশের কোন দোকান থেকে কিনা আমার উচিত হবে?
বাংলাদেশে প্রাইস কেমন হবে? আমি ফেসবুকের ক্যামেরা ওয়াল্ড বিডি গ্রুপে গত কাল কিছু মডেলের প্রাইস দেখলাম অনেক কম। আবার ফটোব্লাজ গ্রুপে দেখলাম কিছু প্রাইস। ক্যামেরাজোন এর কোন ওয়েবসাইট বা ফেসবুকে কোন গ্রুপ দেখতে পাই নাই।
অভিজ্ঞরা এখন আমাকে হেল্প করেন।
আমি খুব শীগ্রি কিনতে চাচ্ছি।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


