আগামীকাল বাংলা নববর্ষ। দেশের বাইরে থাকি, বিদেশিদের সংগে গর্ব করার মত খুব বেশিকিছু না থাকলেও আমি প্রায়ই আমার বিদেশি বন্ধুদের বলি বলি আমাদের নিজস্ব একটি ভাষা আছে, নিজস্ব একটি বর্ষপন্জি আছে, যা একান্তই আমার আর আমার দেশের। আমাদের লেখার প্রতিটা অক্ষর আমাদের নিজেদের। এ পৃথিবীতে অনেক জাতি আছে যাদের নিজস্ব ভাষা নেই নিজস্ব কোন বর্ষপন্জি নেই। ওরা কি বুঝে আমি জানিনা তবে সত্যি বুকটা ভরে যায় নিজের ভাষা আর বর্ষপন্জির কথে ভেবে।
সবশেষে কিছুদিন আগে করা সামুর নিকট একটি আবেদন আবার তুলে ধরছি। সামুর কোন মডারেটর ভেবে দেখলে কৃতার্থ হব।
আবেদনটি হল, সামুর পোষ্টে ইংরেজীর পাশাপাশি বাংলা তারিখ প্রদর্শন করা হোক। পোষ্টটি দেখতে নিচের লিন্কে ক্লিক করুন।
Click This Link
নব বারতা মুছে দিক সকল রাজনৈতিক পন্কিলতা
নব বারতা খুলে দিক সকল আশার সম্ভাবনা
নব বারতা বয়ে আনুক প্রতিটি বাংগালীর প্রানের সফলতা।
ভাল থাকুন সবাই।
সবাইকে বাংলা ১৪২০ সনের নববর্ষের আগাম শুভেচ্ছা।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



