আজ সাহস করছি কখনো সাহস করিনি
কবিতা ভালবাসি, লিখব ভাবিনি।
হৃদপিন্ড থেকে মহাধমনীটা যেমনি বেরিয়ে আসে
পায়ের সবচেয়ে ছোট আঙ্গুলেও
রক্তের কনিকাগুলো নিয়ে যায়
আজ তেমনি শরীরকে বলছি
আমার কবিতা ভালোবাসা
মস্তিস্ক গরিয়ে তর্জণী-মধ্যাঙ্গুল-অণামিকাতে
এনে দাও-----
আজ সাহস করি, ভালোবাসা ফুটাবো
কবিতা লিখবো।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



