গোধূলির পরের অন্ধকারে
ধু ধু মাঠে, সরু নদীর কিনারে,
ঝাঁক ঝাঁক মশার হুল
আর একটা শিয়ালের লোলুপ দৃষ্টি উপক্ষো করে
যে যুগল ঠোঁটে ঠোঁট রেখে-
পার করে দিতে চায় সপ্ত সপ্তর্ষিকাল।
রক্ষণশীল রাষ্ট্রের ফ্যাসিবাদী আইন কোন ছাড়
তারা যুদ্ধবাজদের বন্দুক আর কামানকেও পরোয়া করে না!
সর্বশেষ এডিট : ০৮ ই ফেব্রুয়ারি, ২০২৩ রাত ২:০১

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



