কল্পনাতে বসত ভিটে তার
আঙ্গিনাতে বয় সুখের হাওয়া
বিভোর তখন, যাই যে আঙ্গুল ছুঁয়ে
তারে হাতের খাঁজে যায়না কেন পাওয়া।
যে গোলাপ গন্ধ শোভা মেলে
চুপি চুপি রুপ কথার গল্প বলে
কেন সে গল্প শেষের আগে
ঝরে যায়, দূরের পথে চলে
যে পাখি ঘরের কোনে বসে
আপন হয়ে মায়ার হাসি হাসে
মরিচিকা মিথ্যে ঝড় সে ভেবে
কেন সে যে দূর গগনে ভাসে
যাও তবে ইচ্ছেমতি পাখি
যাও উড়ে হারিয়ে যাওয়ার দেশে
আমি নাহয় এই পৃথিবী ভূলে
গড়ব রাজ্য কল্পনাতেই শেষে।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



