বিজয়া দশমী উপলক্ষে ইছামতী নদীতে গতকাল রোববার বসেছিল মিলনমেলা। কোনো পাসপোর্ট বা ভিসা ছাড়াই বাংলাদেশ ও ভারতের হাজার হাজার মানুষ একে অন্যের সঙ্গে দেখা করলেন। আনন্দে ভাসলেন, আন্তরিকতা আর সৌহার্দ্যে সিক্ত হলেন। ইছামতী নদীতে শতাধিক নৌকা নিয়ে পরস্পরের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করলেন দুই দেশের বাসিন্দারা।
অন্যান্য দিন স্পিড বোটে করে দুই দেশের সীমানা রক্ষার কাজে ব্যস্ত থাকেন বিএসএফ ও বাংলাদেশ রাইফেলস (বিডিআর)। কিন্তু গতকাল তাঁরাও ছিলেন নমনীয়। তাই নদীতে সনাতন ধর্মাবলম্বীদের দেবীদুর্গার বিসর্জন উপলক্ষে দুই দেশের মানুষকে অবাধে মেলামেশার সুযোগ করে দিলেন তাঁরা।
ইছামতী নদীর কাছে ভারতের উত্তর চব্বিশ পরগনার টাকি ও বাংলাদেশের সাতক্ষীরার শ্রীপুরের বাসিন্দারা গতকাল প্রাণখুলে একে অন্যের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করলেন। সময়টি খুব অল্প হলেও সে সময় তাঁদের আনন্দ ছিল সীমাহীন।
হাজার হাজার মানুষ নিজেদের দেশের পতাকা উড়িয়ে, ক্যান্ডি, চকলেট, ফল এমনকি পয়সা বিনিময় করে একে অন্যের সঙ্গে আনন্দ ভাগ করে নেন। মোটরচালিত নৌকার শব্দকে ছাড়িয়েও ঢাকের শব্দ ছাপিয়ে যায় চারদিকে। সন্ধার সময় দুই পাশে বিশেষ করে ভারতে অনেক আতশবাজি করা হয়।আনন্দে মুখরিত হন দুই বাংলার মানুষ।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



