অনেকদিন পর বেশ একটা ভাল মুভি দেখলাম। ২০১৩ সালের শুরু থেকেই “প্যাসিফিক রিম” মুভিটার অনেক নামডাক শুনতে থাকি। জায়ান্ট অ্যালিয়েনদের সাথে মানবজাতি কর্তৃক সৃষ্ট মনস্টার রোবটদের মারামারির গল্প। প্রথমদিকে “ট্রান্সফরমার” মুভি জাতের কিছু একটা মনে করে দেখার ইচ্ছে হচ্ছিলনা। কিন্তু পরে দেখার পর অনেক আফসোস হচ্ছিল কেন এই মাস্টারপিছ এতদিন এড়িয়ে গেলাম। Awesome Storyline, দুর্দান্ত Presentation, Mind Blowing 3D CG SHOT আর Amazing Background Score মুভিটাকে সব দিক দিয়ে পরিপূর্নতা দিয়েছে।
অফটপিক: আর একটা কথা “ইদ্রিস এলবা” এই ব্যাটারে সব জায়গায় দেখা যায় কেন বু্ঝলাম না ?? THOR: THE DARK WORLD ও আছে আবার এইখানেও আছে।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




