অবশেষে চুরির অপবাদ দিয়েই বিদায় করা হলো মেয়েটিকে। এ ছাড়া আর উপায় ছিল কি। নিজেদের মানতো বাঁচাতে হবে! এই পোড়ার দেশে গাড়ী নেই, বাড়ী নেই, টাকা নেই, সম্পদ নেই- মানই একমাত্র ভরসা। সেটি গেলে চলবে কি করে?
একটি মাত্র ছেলে। মহা গুণধর! ইন্টারমিডিয়েট ফেল করে বাড়ীতে বসে। কোনো কাজ নেই, কর্ম নেই, সারাদিন টিভির জন্যে পাগল। সোমত্থ বয়েস, নানা ধরণের ভাবনা চিন্তা আসে মাথায়- অথচ করার কিছুই নেই। শুধু টিভি নয়, আজকাল ইন্টারনেটের কল্যানে বিভিন্ন রগরগে ভিডিও আর ছবিটবি দেখে অনেক নিষিদ্ধ চিন্তাই ঢোকে মাথায়। এসব আসে স্রোতের মতো, বন্ধ করার উপায় নেই একেবারেই। বিয়ে দিয়ে দেয়াই একমাত্র পথ। কিন্তু এই ছেলেকে বিয়ে করবে কে? আর করলেই বউকে খাওয়াবে কি? পরে বাপকেই ছেলেবউয়ের সংসারের ঘানি টানতে হবে। একটি মাত্রই উপায়, দেখেও না দেখার ভান করে থাকা।
সেটিই হলো। বাবা দশটা, পাঁচটা অফিসের ঘানি টানেন, মা বাড়ীতে সংসারের কাজে গলধর্ম। এরমাঝে কোথাও নাকি সেলাইয়ের কাজও করেন। কাজের মেয়েটিকে রাখা হলো অনেকটা বাধ্য হয়েই। গ্রামের মেয়ে, দেখেতে শুনতেও ভালো। চেহারাতেও সেই ছাপ স্পষ্ট।
কিন্তু একদিন তোমনটিই ঘটলো, যা বাবা মা কখনো কল্পনাও করেননি। টিভি আর ইন্টারনেটের রগরগে অভিজ্ঞতার রসে একদিন চড়াও হলো ছেলেটি কাজের মেয়েটির উপর। মা বাবা হঠাত বাড়ী ফেরায় কোনোক্রমে রক্ষা পেলো মেয়েটি।
কিন্তু এখন উপায়? কেউ জানতে পেলে মান যাবে মানীদের! মানীদের মান তো খুব সহজেই যায়, এদেশে তো আরো বেশী। অনেক খুঁজে বের করা হলো উপায়। এ উপায় আমাদের সমাজের একমাত্র মোক্ষম উপায়। যুগ যুগ ধরে এতেই রক্ষা পেয়েছে অনেক ভদ্রলোকের মান সন্মান। রাজনীতিতে, ব্যবসাক্ষেত্রে, পারিবারিক পরিধিতে এরচেয়ে মোক্ষম উপায় জানা নেই কারো। সুতরাং বাবা, মা আর তাদের গুণধর টিভি বোদ্ধা ছেলে মিলে সে উপায়টিরকেই অস্ত্র হিসেবে ব্যবহার করলো।
অপবাদ দিয়ে বিদায় করা হোক মেয়েটিকে।
সেটিই হলো। কোনো প্রমাণ লাগে কি? গায়ের আর টাকার জোরই একমাত্র প্রমাণ এ দেশে।
বিদেয় হলো আপদ। প্রমান সহ ছবিও তোলা হলো।
একদিন খবরের কাগজেও ছবি সহ ছাপা হলো সে খবর।
ছেলের বন্ধুরা বলে, সাবাস!
বাবা মায়ের আত্মীয় বলে, আল্লাহকে ধন্যবাদ, অল্পেই বেঁচে গেলে!
পাঠকরা বলে, আমাদের জানিয়েছেন বলে ধন্যবাদ।
পাড়ার মস্তানরা বলে, ভালো কাজ করেছিস ব্যাটা!
অন্য পাঠকরা বলে, সমাজ গেলো এইসব চাকরানীদের কারণেই।
বাবা ঘুষের টাকা আলমারীতে রাখতে রাখতে বলে, আলহামদুলিল্লাহ!
মা ছেলের মাথায় হাত বুলিয়ে বলে, কী ভালো ছেলে আমার!
মেয়েটি কী বলে, সেটি এই সমাজের কে শোনে?
সর্বশেষ এডিট : ১৩ ই সেপ্টেম্বর, ২০১১ সন্ধ্যা ৬:২২

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



