দৃষ্টির সীমানা যায় যতো দূর
চেয়ে থাকি আনমনে, হৃদয় ব্যাকুল।
হাওয়ার পিঠেতে করে আসে রোদ্দুর,
মেঘ যায় দূর দেশে, করে যায় ভুল।
তোমাকে ছুয়েছি বলে আজ চাঁদ উঠেনি,
শ্রাবণ নিয়েছে ছুটি, তাই ধারা নামেনি।
তারা আজ চলে গেছে দূর পরবাসে,
আলোহীন আমি আছি নিয়ে আঁধার চারপাশে।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



