যাই হোক ... এবার The Search এর ব্যবচ্ছেদ করা যাক। প্রথমে দেখানো হলো BSS. বিল্ডিং... যেখানে চিন্তিত সোহেল রানা । সেই সময়ে উদয় হলো কাপ্টেন ববি ... যার পোশাক দেখে মনে হলো সিনেমায় Dressing এ budget কম ছিল । যাই হোক ... তারা মেজর মাহমুদকে ( যিনি সেই বিখ্যাত অনন্ত ) ফোন করে জানালো যে নিনো ( অস্ত্রব্যবসায়ী মাফিয়া ) এখন নিউইয়র্ক এ। শুনে মেজর মাহমুদ রাস্তা-ঘাটে যাকে পান তাকেই প্রশ্ন করতে থাকে ... “do u knw Nino ???”
মেজর মাহমুদ সিনেমায় আগমন করেন swimming pool এ সাঁতার কেটে। প্রথমেই নায়কের muscle-less body দেখেই অনেকে আশাহত হবেন।
মেজরের হোটেল রুমে ২জন গুন্ডা প্রবেশ করে। মেজর প্রথমে হালকা মাইর খেলেও পরবর্তীতে কিভাবে কিভাবে যেন একজন ভিলেন এর উপর উঠে বসলো ... বুঝলাম না। আবারও একি প্রশ্ন ... where is nino ??? এর পর মেজর মাহমুদ তার us girl friend এর কাছ থেকে বিদায় নিলো । us gf বললো “ why r u leaving major”। উত্তরে মেজর “bye bye take care” !!!
এর পরের সিন ঢাকার আশুলিয়া । মেজর গোসল সেরে বেরুতেই তার মা তাকে চুরি দেখাল । মেজর এই বয়সে মায়ের মতিভ্রম এর কারন জানতে চাইলে তার মা তাকে বলল “ওরে সোনা ... বিয়ে করতে হবে না ???” মেজর তার মাকে বিয়ের অপকারিতা সম্পর্কে বোঝালো এবং বিয়ে না করেও যে সুখে শান্তিতে সংসার করা যায় সে ব্যাপারে হালকা ইঙ্গিত দিলো।
এরপর আবার BSS. সেখানে মেজর মাহমুদের সাথে পরিচয় করিয়ে দেয়া হয় ক্যাপ্টেন ববির। ববি প্রথম দেখাতেই মেজরের উপর crush খায়। এরপর নিনোর ব্যাপারে আলোচনা করার অজুহাতে দু’জন যায় Golf Field এ। মেজর মাহমুদ বহুবারের চেষ্টায় বলকে hole এ ফেলার পর ববির সাথে হালকা ব্যাক্তিগত আলাপ চালান। এরপর মেজর চলে যাবার সময় ববি ভাবে ... যদি মেজর ওর দিকে ফিরে তাকায় তাহলে সে ভাববে মেজরও ... যাই হোক ... ইহা বাংলা সিনেমা... তাই মেজর মাহমুদ তাকায় এবং এরপর একটি গান ... “তুমি ফিরে তাকালে” ... গানের সঙ্গে ববির নাচ দেখে মনে হলো ... তার গায়ে কোনো অদৃশ্য মহল তুমুল সুড়সুড়ি দিচ্ছে ।
এরপরের সিন Black Forest এ। এখানে নিনো আছে বলে ববি খবর দেয় মেজরকে। মেজর এখানে ক্যামোফ্লেজ পরে ১ পিস m21 automatic; ২ পিস 9mm pistol ; ১ পিস knife নিয়ে আসলো। ও হ্যাঁ ; সাথে ১ পিস বাইনোকুলার ছিলো ... যা দিয়ে শুধু দূরের জিনিস দেখাই না ; শোনাও যায় !!!
মেজরের সব গুলি শেষ ... এরপর ছুরি দুয়ে একজন কে মারলো ; অবাক করা ব্যাপার হলো ভিলেন দেরো একি সাথে গুলি শেষ হলো। এরপর দু’জন ষন্ডামার্কা ভিলেন এসে মেজরএর সাথে মারামারি শুরু করলো... এই ফাকে নিনো মেজরকে পিছন থেকে গুলি করলো।
এরপরের সিন ... মেজরের হাতে ও মাথায় ব্যান্ডেজ !!! মেজরকে ডা. এজাজ ( master ) hypnotizing করে মেজর মাহমুদ থেকে অনন্ত বানিয়ে দিলো। মানুষকে হাতুড়ি দিয়ে দুইটা বাড়ি দিলেই যে সে মাহমুদ থেকে অনন্ত হয়ে যায় ... তা আজকে উপলব্ধি করলাম।
যাইহোক ... অনন্ত এবার গোলাপ ফুলকে target করে গোলাগুলি করতে লাগলো। তাকে assignment দেয়া হলো রুস্তম সেরকে মারতে হবে । পরবর্তিতে target change হলেও অনন্ত ঐ রুস্তম সেরকেই মেরে ফেলে। এই জন্য তাকে আবার গুলি করা হয় । এবার তিনি গিয়ে পড়েন সোহেল ( কতিপয় গরিব লোক ) এর বাসায় । সোহেলের স্ত্রীর লোকটির উপর বেশ মায়া ... কারন সে দেখতে তার ভাইএর মত। (ভাগ্যিস বাবার মত না ... কারন স্বশুরের উপর সোহেলের বিশেষ ক্ষোভ আছে)। এদিকে দেশী মাফিয়ার কাছে খবর আসে যে তার বন বর্ষা কার সাথে যেনো টাংকি মেরে বেড়ায় । এই খবর তাকে এনে দেয় ফিফটি ফিফটি (৫০-৫০) । এই লোকটি পুরা সিনেমা জুড়ে half black half white suit পরে ছিলো । এর নাম ৫০-৫০ হবার কারন এ সব কাজের ৫০% করে এবং বাকি কাজ এর লোকেরা করে থাকে। ৫০-৫০ এর কাছ থেকে মাফিয়া গুরু জানতে পারে তার বোনের প্রেমিক ফটকাবাজ। শুনে মাফিয়াডন খুশি হয় এবং একেই উপযুক্ত পাত্র হিসেবে ঘোষনা করে।
যাই হোক... সেই playboy কে ৫০% শেষ করা হয়। নায়িকা বর্ষা পালিয়ে যায় এবং অনন্ত তাকে উদ্ধার করে সোহেল এর বাসায় নিয়ে যায়। এই সময় অনন্ত ৫০-৫০ এর একটা হাত ভেঙ্গে তাকে ২৫-২৫ বানিয়ে দেয়।
সোহেল দেখে অবাক হয় ... যেই লোক ৩ মাস পরে কথা বললো... সে তার পরদিনই একজন সুন্দরী মেয়েকে নিয়ে ঘরে এলো। যাই হোক ... রাতে বর্ষার হাতের চুড়ি দেখে অনন্তর মায়ের চুড়ির কথা মনে পরে এবং হারানো স্বৃতি ফিরে পায়। এরপর শুরু হয় action.
মেজর মাহমুদ দেশে তার মায়ের কাছে ফিরে আসে।
এদিকে বাংলা মাফিয়ার ফোন পেয়ে দেশে আসে নিনো। সেখানে তার এবং তার parttime girl friend এর honey ; darling ইত্যাদি শব্দের চয়ন আমাদের আনন্দ দেয়। নিনো ২৪ ঘন্টাই radio firti-র মধ্যে ছিলো।
নিনোর গুন্ডাবাহিনী মেজরের বাসায় গোলাগুলি শুরু করে। ভয়ে দৌড়াতে গিয়ে মেজরের মা উষ্ঠা খেয়ে পরে মাথায় আঘাত পেয়ে মারা গেলো। এদিকে ক্যাপ্টেন ববিও মেজরের বাসায় চলে এসেছে। মেজরের মায়ের জানাযা হলো... বৃষ্টির মধ্যে; কিন্তু সবার জামা-কাপড় কিভাবে শুকনো থাকলো তা আজও এক রহস্য।
এরপর তুরাগ নদীতে speed board vs helicopter fighting. অনন্ত cum মেজর মাহমুদ speed board কে নিয়ে খালি ৩৬০ ডিগ্রী ঘুরেই গেলো। ভাবখানা এমন... দেখো বাংলার মাফিয়া ... তুমি হেলিকপ্টারএর পাখাই খালি ঘুরাইতে পার ... আমি আমার বোটরেই ঘুরাইতেছি ।
যাই হোক; বাংলার মাফিয়ার গুলিতে বোট blast হলো বুঝলাম... কিন্তু একি সাথে বোটের উপরে হেলি কপ্টার টাও blast হলো কেনো বুজলাম না । এইটা আবার কোন mechanics ???
শেষে বর্ষা গুলি খেলো ... তার playboy x-bf মরলো ... আর মেজর মাহমুদ ঘোড়ায় চড়ে নিনোর Train এর পিছু নিলো। এরপর train এর সবাই কে মেরে ফেলার পর নিনোর সাথে train এর side bar ধরে মারামারি। এরপর কি হইলো বুঝলাম না... খালি দেখলাম মেজর একটা grenade নিনোর হাতে দিতে train থেকে লাফ দিলো। সেই সাথে train blast হলো; সাথে নিনোর ভবলীলা সাঙ্গ হলো। তবে এদের grenade ছোঁড়ার style বড়ই অদ্ভুত। এরা পিন কামড় দিয়ে (bite) না খুলে kiss করে grenade ছুঁড়ে মারে। বড়োই অদ্ভুত!!!
সিনেমায় একটি Item Song রয়েছে। আর শেষে অনন্ত বর্ষাকেই মনে হয় partner হিসেবে select করে। ববির সাথে অনন্তর সম্পর্কটা কেনো যেনো Click করলো না ... বুঝলাম না কেনো। অবশ্য বাংলা সিনেমায় সব বোঝার চেষ্টা করাটা বোকামি...
পরিশেষে বলা যায় ... “খোঁজ THE SEACH - কেবল মাত্র একটি Red Wineএর বোতলে বাংলা মদ ছাড়া কিচ্ছু না” ।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



