পুন:জন্মে আমি অবিশ্বাস করি না।
শহীদদের পুন:জন্ম হয় কিনা,
ওরা আবার ফিরে আসে কি না
তা আমার রহস্যময় ঈশ্বরই জানেন।
কিন্তু বাংলার মুক্তিযুদ্ধের শহীদদের
যেন আর কখনো পুন:জন্ম না হয়
এ আমার কায়মনে প্রার্থনা।
ওদের পুন:জন্ম হলে,
ওরা আবার ফিরে এলে
ধরনী তো দ্বিধা হবে না,
কোথায় মুখ লুকাই আমি লজ্জায়?!
2.
গুলিতে বুক ঝাঝরা হয়ে কোথায়
তুমি মুদেছিলে চোখ হে বীর,
আমি জানি না, জানে না তোমার পরিবার।
তোমার লাশ কুকুরে খেয়েছিলো কি শকুনে
জানেন স্বয়ং ঈশ্বর।
শেষবার বুক ভরে শ্বাস নেওয়ার
চেষ্টার ঐ মাহেন্দ্রক্ষনে হে যোদ্ধা
তুমি নিশ্চই ভেবেছিলো
তোমার কিশোরী প্রেমিকার কথা।
ভারত সীমান্তের ওপারে
পরিবারকে রেখে আসার
পরের দুটো মাস
যার সাথে সকাল দুপুর কেটে যেতো।
যাকে ভালোবেসেছিলে এই দেশের মাটির মতোই তীব্রতায়।
কি নিদারুন হাহাকার,
ঘর বাঁধার সব স্বপ্নের বলি
সেই মুহুর্তে না মেটা আশাগুলো
সব চোখের সামনে ভেসে উঠেছিলো
আমি জানি হে বীর।
সেই না মেটা আশা পুরন করতে
ঈশ্বর কি তোমায় দিয়েছেন পুন:জন্ম?
আমি জানি না।
হয়তো বা তুমি মেঘালয় কিংবা আসামের
কোন এক কৃষকের পরিবারে জন্মেছো।
কেন যেন বাংলাদেশ নামটা তোমার আজ বড় পরিচিত।
কি তীব্র টান এই বদ্্বীপ দেশটার প্রতি,
তুমি নিজেও বোঝো না। অবাক হও!
মাঝে মাঝে বঙ্গোপসাগর ছুয়ে যাওয়া
শীতল বাতাসে তুমি মুখ মেলে দাও
ঘ্রান নাও।
কেন যেন তুমি পাহাড়ীদের চাইতে
বাংলাদেশীদের বড্ড বেশি ভালোবাসো।
কিন্তু এ কোন বাংলাদেশ?
3.
তোমার মতো পুন:জন্ম হয়েছে কি বাকি মুক্তিযোদ্ধাদের?
আমার রহস্যময় ঈশ্বর তাদের
কি এই হতভাগা দেশটা দেখাতে আবার পাঠাবেন?
কায়মনে প্রার্থনা করি,
তারা তাদের স্বপ্ন নিয়ে শান্তিতে ঘুমিয়ে থাকুক
পাঠিওনা ওদের নতুন জন্মের দু:স্বপ্নে।
- সাদিক মোহাম্মদ । সিঙ্গাপুর। 16ই ডিসেম্বর 2006

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


