ছোলা মুড়ির ছলা কলা দিয়ে অনুষ্ঠান যে ভালোর চাইতেও ভালো হয়েছে তা বলার অপেক্ষা রাখে না। আমি ক্যামেরা নিয়ে একটু আলাদা এক্সপ্রেশানের খোঁজে ছিলাম।

নিমচাঁদ ভাই এর এক বিশাল মন্তব্যপ্রসুত দুষ্ট বুদ্ধি থেকে কিছু কাল্পনিক কমিক তুলে ধরলাম আপনাদের জন্য। মন্তব্যসমূহ নিতান্তই মজা করার জন্য দেয়া হয়েছে। তারপরেও কারো ব্যক্তিগত আপত্তি থাকলে জানাবেন।
১. ব্লগার নীমচাঁদ এবং ব্লগার ঘুড্ডির পাইলট

২. ব্লগার সৈয়দ তাজুল ইসলাম এবং ব্লগার বিদ্রোহী ভৃগু

৩. ব্লগার সত্যপথিক শাইয়্যান এবং ব্লগার এস এম ইসমাঈল

৪. ব্লগার নীমচাঁদ

৫. ব্লগার অগ্নিসারথি, নীমচাঁদ, মেঘনা পাড়ের ছেলে, সৈয়দ তাজুল ইসলাম এবং সৈয়দ তারেক মাহমুদ

৬. ব্লগার নীমচাঁদ, এসআর জনি, স্বর্নমৃগ, সেলিম আনোয়ার এবং মৈত্রী

সর্বশেষ এডিট : ২২ শে ডিসেম্বর, ২০১৮ বিকাল ৩:৩৭

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




