সরকার প্রজ্ঞাপন এর মাধ্যমে এই নির্দেশনা দিয়েছেন যে ছাত্রদের কোন প্রকার শারিরীক ও মানসিক নিরযাতন করা যাবে না। কিন্তু কে মানে? এমনকি ঢাকা শহর এর নামকরা বেশির ভাগ শিক্ষা প্রতিষ্ঠানে এ নিয়ম মানা হয় না। গ্রামের কথা বাদ এ দিলাম। যা ছাত্রদের শুষ্ঠু বিকাশের অন্তরায়। শুধু তাই নয় অনেক ক্ষেত্রে তারা মানব অধিকার লঙ্ঘনের মত গুরুতর অপরাধ করছে, যা ঐ সব ছাত্রদের জীবনকে দুরবিসহ করে তুলেছে। তারা ভবিষ্যত জীবনে দাড়ানোর মত পুজি খুজে পাচ্ছে না। আত্ববিশ্বাস হারিয়ে ফেলছে। খুব সামান্য কারন যে কারন ভাল মত বুঝিয়ে দিলেই মিমাংসা করা যাই তার বিপরীতে আমাদের শিক্ষা প্রতিষ্টানের কিছু শিক্ষক (আমার মনে হয় না তারা যোগ্য) অত্যাচার করে যাচ্ছে। তারা এক কথা বলে যাচ্ছে যে ছেলে মেয়েদের ভালর জন্য তারা এমন করছে। এভাবে যে ভাল না হয়ে খারাপ হচ্ছে এটা কিভাবে বুঝান যায়? যদি মানুষ গড়ার কারিগররাই এভাবে মানবধিকার লঙ্ঘন করে তবে ভবিষ্যতে সেই সব ছাত্রদের কাছে মানব সমাযের প্রতি কোন ভাল কাজ আশা করা যায় না। আমাদের দেশের মানবধিকারের এই অবস্থার পিছনে এতা অন্যতম কারন বলে আমার মনে হয়।
ছাত্রদের ভাল মন্দ শোনার জন্য সরকারের কোন একটি প্রতিষ্ঠান তৈরি করা দরকার। যারা ছাত্রদের এই ধরনের অভিযোগ এর তদন্ত করে ব্যবস্থা নিবে। তারা ঈভটিজিং, বাল্যবিবাহ, শিক্ষার্থী ঝড়ে পড়া রোধ ইত্যাদি বিষ্যে তড়িৎ ব্যবস্থা নিবে। তাছারা শিক্ষা প্রতিষ্ঠানের মান উন্নয়নে গুরুত্বপুর্ণ ভুমিকা রাখবে। এর পরিবেশ উন্নয়নে কাজ করবে। ছাত্রদের মানসিক উন্নয়ন ও সুষ্ঠু বিকাশে সরকারের উচিত প্রতি প্রতিষ্ঠানে ছাত্রদের মানসিক দিক লক্ষ্য করার জন্য অন্তত একজন শিক্ষক নিয়োগ দেয়া অতীব প্রয়জনীয়।
এই লেখাটা আমি লিখছি আমার বাস্তব অভিজ্ঞতা থেকে আমাদের ভবিষ্যত বাংলাদেশ যাদের হাতে থাকবে তাদের অবস্থা এমন হলে আমরা আত্ববিশ্বাসহীন একটি জাতি হিসেবে গড়ে উঠব। তাই আমাদের দরকার এমন একটি প্রজন্ম যারা তাদের বিদ্যালয় বা কলেজ এ যেতে ভয় পাবে না। তারা আনন্দের সাথে শিক্ষা গ্রহন করবে। আমাদের দেশের সম্মান সব যায়গায় ধরে রাখতে পারবে।
জানি এসব এখানে বলে লাভ নেই। কিন্তু কাকে বলব? আমি আমার বন্ধুদের দেখছি। কত খারাপ লাগে কিন্তু কোথাও গিয়ে বলার নেই। বিনা কারনে শারিরীক ও মানসিক অত্যাচার। কিছু করার নেই। কাকে বলবব? শুধু চুপ করে সহ্য করা।
(বিঃদ্রঃ ছাত্র শব্দটি দিয়ে ছাত্র-ছাত্রী উভয়কে বুঝানো হয়েছে)
সর্বশেষ এডিট : ১০ ই জানুয়ারি, ২০১১ রাত ৯:৩৯

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



