
ওদায়বা ছোট কিন্তু অতি আধুনিক শহর; টোকিওর পাশ ঘেঁষে একেবারে সমুদ্রের মাঝে গিয়ে ঠেকেছে। এমন সুন্দর পরিপাটি গুছানো শহর দেখে বিস্মিত হলাম।
ভাবতে অবাক লাগলো যে একটা সময়ে এই শহরের পুরো জায়গাটি সমুদ্র ছিল, আধুনিক প্রযুক্তিতে টোকিও উপসাগরে বালু ফেলে গড়ে তোলা হয়েছে এই কৃত্রিম দ্বীপটি। ওদায়বা সিটিতে রয়েছে বেশ কিছু বড় আকারের বিশাল ইমারত। রয়েছে বড় বড় টিভি চ্যানেলের স্টুডিও সহ অনেক প্রতিষ্ঠানের অফিস। আছে বিশাল আয়তনের আন্তর্জাতিক এক্সিবিশন সেন্টার, বিনোদন পার্ক ইত্যাদি। অলিম্পিক ২০২০ নিয়েও চলছে বিশাল কর্মযজ্ঞ।
আমরা সবাই দুপুরের পর গিয়ে পৌছালাম। গাড়ীতে যেতে যেতে শাহীন ভাই ও মুনির ভাইয়ের প্রেমের গল্প শুনলাম। কিভাবে জাপানে তারা প্রেম বিবাহ সম্পন্ন করেছে তা জানলাম। হাসি আনন্দ ভরা যাত্রা।
দীর্ঘ সময় সেখানে আমরা ঘুরাঘুরি করেছি।
দুপুরের খাবার সেরে শপিং করেছি। তারপর তুলেছি বহু ছবি।
আসুন কিছু ছবি দেখি।
//
বাকী কথা জানতে অপেক্ষা করতে হবে অমর একুশে গ্রন্থমেলা ২০২০ পর্যন্ত!
প্রকাশিত হবে কবি নীলসাধুর জাপান ভ্রমণ
জাপান ভ্রমণ নিয়ে আরো পোষ্ট
টোকিও বইমেলা ২০১৯
বইয়ের দোকানে ঘুরাঘুরি :: টোকিও বইমেলা ২০১৯







সর্বশেষ এডিট : ০৩ রা সেপ্টেম্বর, ২০২২ দুপুর ১:৪৬

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




