মাঝে মাঝে নিখোজ হয়ে যাই, সময় থেকে । স্বপ্ন রং চোখে অন্ধের আক্রোশে মেখে নেই । নিভৃতি , নিরালা, নির্জনতা - প্রভৃতি "নি" যুক্তা কালো ফুল আমার অন্তরে আগুনায়িত হয়ে ফোটে - আমার নাক্ষত্রিক নির্বাসনে ।
যখন নিখোজ থাকিনা, তখন নিয়ত ভালবাসা ও ঘৃণার মধ্যে বসবাস । সাম হোয়আর ইন এ বাসা বেধেছি - কবিতার আসবাব দিয়ে ঘর সাজাব, গদ্যের দ্রাক্ষা রসে পুষ্ট করব মর্ম শরীর । সাথে সাথে আমার নারীত্বকেও মুক্তি পাওয়ানোর আশা রাখছি - মানবিকতার আলিংগনে ।
সর্বশেষ এডিট : ১২ ই ডিসেম্বর, ২০০৭ রাত ১০:০৯

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



