(অনলাইন নেপচুন নিউজ-মার্চ-২০০৯ সংখ্যায় প্রকাশিত খবর)
ম্যাগাজিনের সকল কপি ডাউনলোড করতে পারেন এই ঠিকানা থেকে http://groups.yahoo.com/group/neptunenews
সাউথ এশিয়ান ফ্রি মিডিয়া এসোসিয়েশন (সাফমা)’র সম্মেলনে যোগ দিতে বাংলাদেশ জাতীয় প্রেস ক্লাবের আমন্ত্রণে চীন আন্তর্জাতিক বেতারের তিন সদস্যের একটি প্রতিনিধিদল গত ৯ ফেব্রুয়ারি সপ্তাহব্যাপী বাংলাদেশ সফরে আসে। সফরকালে তারা ৯-১১ ফেব্রুয়ারি পর্যন্ত কক্সবাজারে অনুষ্ঠিত সাফমা’র সম্মেলনে যোগ দেওয়া ছাড়াও তথ্যমন্ত্রী আবুল কালাম আজাদ, (তৎকালীন) তথ্যসচিব আ ত ম ফজলুল করিম, বাংলাদেশ বেতারের মহাপরিচালক মাহবুবুল আলম, জাতীয় প্রেস ক্লাবের সভাপতি শওকত মাহমুদ, বিভিন্ন জাতীয় পত্রিকার সম্পাদক, সিআরআই বাংলা বিভাগের শ্রোতা প্রতিনিধিদের সাথে সাক্ষাৎ করেন। এছাড়াও তারা শান্ত মারিয়াম বিশ্ববিদ্যালয়ে দেশের প্রথম বেতার কনফুসিয়াস ক্লাসের উদ্বোধনী তৎপরতায় যোগ দেন। চীন আন্তর্জাতিক বেতার (সিআরআই) এর প্রতিনিধিদলে অন্তর্ভূক্ত ছিলেন সিআরআইয়ের উপ মহাপরিচালক ওয়াং ইয়ূন ফেং, বাংলা বিভাগের পরিচালক ইউ কোয়াং য়ূএ এবং বাংলা বিভাগের বিশেষজ্ঞ আবাম ছালাউদ্দিন। সপ্তাহব্যাপী সফর শেষে সিআরআইয়ের উপ মহাপরিচালক ওয়াং ইয়ূন ফেং ও বাংলা বিভাগের পরিচালক ইউ কোয়াং য়ূএ ১৫ ফেব্রুয়ারি দুপুর ২টায় চায়না ইস্টার্ণ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে পেইচিংয়ের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেন। প্রতিনিধিদলের বাংলাদেশ সফর সম্পর্কে সংবাদদাতা মাহমুদ হাশিম-এর রিপোর্টসহ আমাদের একটি ডেস্ক রিপোর্ট-
তথ্যমন্ত্রীর সাথে বৈঠক
১২ ফেব্রুয়ারি চীন আন্তর্জাতিক বেতারের সফরকারী প্রতিনিধিদল গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সংস্কৃতি মন্ত্রী আবুল কালাম আজাদের সঙ্গে বাংলাদেশ সচিবালয়ে তার কার্যালয়ে সাক্ষাৎ করেন। সিআরআইয়ের উপ মহাপরিচালক ওয়াং ইয়ূন ফেং প্রতিনিধিদলটির নেতৃত্ব দেন। সিআরআইয়ের বাংলা বিভাগের পরিচালক ইউ কোয়াং য়ূএ প্রতিনিধিদলে অন্তর্ভূক্ত ছিলেন। বৈঠকে (তৎকালীন) তথ্যসচিব আ ত ম ফজলুল করিম এবং বাংলাদেশ বেতারের মহাপরিচালক মাহবুবুল আলম উপস্থিত ছিলেন। তথ্যমন্ত্রী সিআরআইয়ের প্রতিনিধিদলকে তার কার্যালয়ে স্বাগত জানান। সিআরআইয়ের উপ মহাপরিচালক তথ্যমন্ত্রীকে চীন বেতারের কার্যক্রম সম্পর্কে অবহিত করেন। তিনি সিআরআই বাংলা বিভাগের কার্যক্রম সম্পর্কে মন্ত্রীকে জানান। তথ্যমন্ত্রী চীন বেতারের কার্যক্রমের বিষয়ে গভীর আগ্রহ প্রকাশ করেন। তিনি বাংলা বিভাগের কার্যক্রমে সন্তোষ ব্যক্ত করেন। বৈঠকে চীন বেতারের বাংলা অনুষ্ঠান এফ এম এ সম্প্রচারের বিষয় নিয়ে আলোচনা হয়। ওয়াং ইয়ূন ফেং বাংলাদেশ বেতারের সঙ্গে এফ এম সম্প্রচার সংক্রান্ত চুক্তির বিষয়ে তথ্যমন্ত্রীর সহায়তা কামনা করেন। তথ্যমন্ত্রী এক্ষেত্রে সকল প্রকার সহযোগিতার আশ্বাস দেন। তিনি আশা করেন, সিআরআই বাংলা বিভাগের কার্যক্রমের মাধ্যমে বাংলাদেশ ও চীনের মধ্যকার বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ভবিষ্যতে আরো জোরদার হবে। চলতি বছরের প্রথমার্ধেই সিআরআইয়ের সঙ্গে বাংলাদেশ বেতারের এফএম সম্প্রচার সংক্রান্ত চুক্তি হতে পারে বলে আশা করা হচ্ছে।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



