আমি তো বোসে আছি অভিমানী এক ট্রেনে
জানি না আমি থামবো কোথায়,নামবো আমি কোনখানে।
আমি তো বোসে আছি দূর ছুটে যাওয়া অভিমানী এ ট্রেনে
বোলো না তোমার দুঃখ কিসের দুঃখ তোমার কোনখানে
থাক দূরে থাক মায়ার বাধঁন ভালোবাসার আলো আকাশে
চাঁদ তারাদের হাতছানিতে ডেকো না কাছে।
আমি তো বোসে আছি তোমার কাছাকাছি
ভালোবাসার এ ট্রেনে
আমি তো আছি দুঃখ সুখে
তোমার মনের সবখানে।
সর্বশেষ এডিট : ২০ শে জানুয়ারি, ২০০৯ সকাল ১০:৫৯

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



