.....ধীরে ধীরে সন্ধ্যা গড়িয়ে যায় রাতের দিকে।অদিতি যেন টের পায় একজোড়া অদ্ভুত মুগ্ধ চোখ আড়াল থেকে তাকে একদৃষ্টে লক্ষ্য করছে।
বৃষ্টি এল।হাওয়া দিল।বিরল হয়ে এল লোক চলাচল।
অদিতি যেন নিজের মনেই বলল..এসো জয়,কত দাড়িয়ে থাকবো তোমার জন্য?হাজার বছরের এই আমি আর কত অপেক্ষা করতে পারে বলো?
পর্যায়ক্রমে আলো অন্ধকার পেরিয়ে কেউ এলো না।
অদিতি ধীরে মুখ ঘুরিয়ে হাঁটতে লাগলো।বড় আনমনা।বড় ভারী পা।
আচমকাই যেন মনের মধ্যে প্রজাপতির মতো উড়ে এলো সেই সন্ধ্যা।সেই কবছর আগে...।কি আশ্চর্য! অবিকল সেদিনের মতো যে।একটু বৃষ্টি।একটু বাতাস,ফাঁকা বাস,ঝড়ের গতি!
সম্মোহিতের মত ফিরে তাকালো অদিতি।শুধু সে নেই।
অচিরেই যেন একটা বিদ্যূতশিখা স্পর্শ করে গেলো তাকে।সে যে বসে আছে ঐ যে!এই কি সেই সন্ধ্যেটার রিপ্লে?নাকি অলৌকিক ভাবে স্ব্প্ন'র দিন গুলো উড়িয়ে সে ফিরে গেছে বছর কয়েকআগে?
টলোমলো পা নিয়ে সে এসে দাড়ালো তার সামনে।
অদিতি তুমি যাবে আমার সাথে?
এক অচেনা লজ্জা,ভয়ে,যেন সিঁটয়ে গেলো সে!
অদিতি চোখ মেললো।এক অতল অন্ধকার গহবর থেকে দেখা দূরবর্তী একখানা উজ্জল মুখ।সে কিছু বলতে পারলো না।
শুধু তার অবাধ্য হাতখানা বেরিয়ে এল।তারপর এগিয়ে গেল তার দিকে ... নিরালম্ব।.....।
সর্বশেষ এডিট : ২৮ শে জানুয়ারি, ২০০৯ রাত ৮:২১

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



