তোমাকে কিভাবে বিশ্বাস করি বল?
কিভাবে বিশ্বাস করি?
আমি নিজ চোখে দেখেছি বাবার পদস্খলন,
মায়ের অশ্রূ..........
শুনেছি অশ্রূ ভেজা মোনাজাত।
এর পরও কি বলবে তোমাকে বিশ্বাস করতে?
এই দুটি চোখ দিয়ে দেখেছি
গাঁজার ধোঁয়ার আড়ালে
আমার ভায়ের অস্পষ্ট মুখ
দেখেছি,
ফেন্সির অভিশাপে
বুঁদ হয়ে থাকা প্রিয় বন্ধুর মাতলামি।
তারপরও বিশ্বাস করতে বলবে?
আর কি দেখেছি জানো?
দেখেছি,
অপরিমেয় বিশ্বাসের বিনিময়ে
বোনটি আমার পেয়েছে চাবুক
লাল কাপড়ে বিদায় নেয়া বোনটি আমার
ফিরেছিল সাদা কাপড়ে
মায়ের চোখে সেদিন ছিল এক সাগর লোনা জল
সব শেষে দেখেছি আমার নষ্ট হয়ে যাওয়া
নিজের পঁচে যাওয়া দূর্গন্ধে নিজেই অতিষ্ট
আমাকে আর বিশ্বাস করতে বোলনা!
সর্বশেষ এডিট : ০৪ ঠা সেপ্টেম্বর, ২০০৯ দুপুর ১:৪১

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



