অাজ একটু ভুল ভাল লিখছি।
পোষ্টে কোন গঠনমূলক কথা নেই।
ব্যক্তিগত ভালোলাগা থেকেই মূলত এই পোষ্ট।
নিচে যে ছবিগুলা দেওয়া অাছে অাপনারা অনেকেই হয়তো স্থানটি চিনেন। কিন্তু যখন অামি দেখলাম তখন মনে হলো একটু মজাকরা যায়।
অার তাই চলুন একটু বৃক্ষের জেলখানাই ঘুরে অাসি

অাসলে খাচা দিয়ে চারিদিকে ঘেরা তাই জেলখানা বললাম। কেও অাবার মাইন্ড করেন না।


অাহারে কিভাবে বন্ধি করে রেখেছে। দেখে বড্ডো মায়া লাকছে।


বোটানিক্যাল গার্ডেনে ঘুরতেগিয়ে ক্যামেরা বন্ধি

একটু শূন্যে ভাসার প্রচেষ্টা

অবসর পেলেই একটু সবুজে মিশেজেতে ভালোলাগে

সবুজে ঘুরলে মনটা একটু ভালোথাকে...
সর্বশেষ এডিট : ২৪ শে ডিসেম্বর, ২০১৬ দুপুর ২:৫৭

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




