
মন ভালো করা মিষ্টি একটা সকাল।

ভালোবাসার টানে কাছে অানে...

বন্ধুত্বের অপূর্ব নজির। অাহ! কি ভালোবাসা। কাছে থাকুন...

উজ্জ্বল সকাল। জ্বলে উঠুন অাপন শক্তিতে...

বৃষ্টি ভেজা ফুল।
ঝরো ঝরো ঝরো ঝরো ঝরো ঝরেছে
তোমাকে অামাকে অামার মনে পড়েছে

কাঁচের ওপার থেকে তোলা ছবি।
এক পাশে তুমি
অার অন্য পাশে অামি
এভাবেই কাটবেকি এজীবন খনি

ব্যাঙের ছাতা।
ভালোবাসার ছোট্ট ছাতা
অনেক বড় হয়ে যায়।
হওনা তুমি যতোই বড়
পাবে সেথায় ঠাই।

গ্রামের মেঠো পথ।
এই পথ যদি শেষ না হয়
তবে কেমন হতো তুমি বলোতো

একটা পাতা।
ঝরা পাতার মতো অামায় অবহেলা করে
ছুড়ে ফেলে দিওনা তুমি ঘৃণা ভরে

একটি পাখি নীড়ে
নীড়ে পাখি অাপন মনে
থাকে বন্ধুর সনে।
ছবি সুত্রঃ ইন্টারনেট
সর্বশেষ এডিট : ০১ লা সেপ্টেম্বর, ২০১৭ সকাল ৮:৩০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




