২৩, জুন ২০১০ইং
সোম বার
রাত ১১:৪৯ মি:
'" কলিজা "'
সীমাহীন ভালোবাসার সাথে লিখছি........ কেমন আছো তুমি ? "জান্ " আমার... ভালো আছো তো ? কতটা সুখে আছো আমায় ছেড়ে - বলো তো ? সুখ মাপক যন্ত্র থাকলে ভালো হতো, তাই না? অন্তত আমায় কতটা সুখে রেখেছো ; তা তো পরিমেয় হতো ।
"জান গো" কিছুতেই ঘুম আসছে না। খুবই অস্বস্হিকর অবস্হা । একা একা ....মনে মনে কত কথা বলা যায় বলো তো - তাই তো লিখছি। তোমার দেয়া কলম দিয়ে এই প্রথম লিখছি। তোমার দেয়া ডায়রীতে কত এলোমেলো সব কথা .......আমার ভালো লাগা-না লাগা,ভালোবাসা বাসির বাড়াবারি, কত শত অনুভূতি.......... ছুয়েঁ গেছে ডায়রীর প্রতিটি পাতায় পাতায়। প্রতিটি নির্র্ভীক উচ্চারনে তুমি...... শুধু তুমি......। দেখো না "সোনা" চেষ্টা করে অনুভূতিটুকু স্পর্শ করতে পারো কিনা ।
ধ্যাৎ কিছুই ভালো লাগছে না। কি করে ভালো লাগবে বল..........
যাকে ভালোবাসি নির্ভুলভাবে; দীধ্বাহীন-নিপ্বার্থ-নিখাদ ভালোবাসায় যাকে পূর্ণ করে রাখতে চাই.....সে কিনা আমার সীমানা থেকে যোজন যোজন মাইল দুরে বসে ভুলে থাকার নিখাদ চেষ্টা চালিয়ে যাচ্ছে। ভুলে যাওয়া কি এত সহজ????? আমার বিশ্বাস; আমার কৃ্ত্রিমতাহীন ভালোবাসা তোমায় যদি সামান্যতম সুখী করে থাকে তবে আমার নিঃশ্বাসের স্পর্শে তোমায় আসতেই হবে-কল্পনায় হলেও..............
আমাদের এত শত স্মৃতি কিছুতেই বিস্মৃতিতে তলিয়ে যেতে পারে না।আর যদি তাই হয় , তবে ধরে নেবো ভুল মানুষকে আমার দ্ব্যর্র্থহীন ভালোবাসায় সজ্জিত করাই আমার সবচেয়ে বড় নিস্পাপ ভুল।
কোন কিছুতেই নিজেকে স্বান্তনা দেয়া যায় না। "জান গো" তুমি আমার সাথে এত...এত বেশী স্বার্থপরতা দেখাতে পারছো?কি করে পারছো বলো তো? 24 hours আমাকে তোমার ভাবনায় ডুবিয়ে রেখে নিশ্চিন্তে উপহাসের হাসি হাসছো। প্রানহীন অস্তী্ত্বে ভালোবাসার প্রলেপ মেখে দিয়ে নিজেকে সরিয়ে নিলে...........নিজস্ব চেম্বারে সব সুখের উপাদান নিয়ে উল্লাসে উচ্ছস্বিত তুমি। নাহ্ আর পারছি না.....ভীষন যন্ত্রনা.....ভীষন .......
আমি এখানে ভালোবাসাহীন আর তুমি.....তুমি অন্যের বুকের মাঝে ভালোবাসার আবাদ করছ। আমাকে তুমি কত অসহায় করে রেখেছো....তুমি জানো না "জান্" ।তুমি কি এতটুকু উপলব্ধি করার মত বোদ্ধ্যা নও????
"জান্" আমি কতটা দূর্ভাগা দেখো; আমার এই "লিখা" বা কোন "ছবি" তোমার পকেটের ওয়ালেটের গোপন চেম্বারে বছরের পর বছর স্বযত্নে রক্ষিত থাকবে-এটা প্রত্যাশা করার দুঃসাহস করতে পারছি না। এমন কোন স্বপ্ন দেখতে পারি না যে-তোমার অনেক ভালোবাসায় আকন্ঠ ডুবে আছি; আমি তোমার একটি কন্যা শিশুর "মা" হওয়ার স্বাদকে হত্যা করি বারংবার ........
আমি ভাবতে পারি না এমন কিছু যে,প্রতিটি ভোরে তোমার বুকের গন্ধে নেশাগ্র্স্হ আমি নিজেকে সেই নিরাপদ সুখ থেকে বন্চিত করতে চাচ্ছি না..............
উহ্...........দুঃসহ...........
...ভীষন যন্ত্রনা .......ভীষন.............
'" কলিজা "' ভীষন ভালোবাসি তোমায়.........ভীষন...........
তোমায় ভালোবেসে কখনোই তৃপ্তি স্পর্শ করতে পারবে না.....কখনোই না।
...................................................
..................................................
সর্বশেষ এডিট : ২৪ শে জুন, ২০১০ দুপুর ২:০৭

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



