প্রিয় ব্লগারবৃন্দ,
আমি খেয়ালই করিনি আমি অনেক অনেকগুলো রেকর্ড পার করে ফেলেছি সামুতে। একেক জন কতো-তম পোস্ট দেয় কতো মন্তব্য শুভ কামনা পড়ে তাতে। ইদানীংকার অভ্র-জ্বরে আমিও কিঞ্চৎ আক্রান্ত হয়ে নৈতিকতার তাগিদেই পোস্টের পর পোস্ট করেছি ব্যস্ততার মাঝেই।
এখন আবিষ্কার করলাম এরই ফাঁকে আমি কয়েকটা ব্লগীয় রেকর্ড করে ফেলেছি এবং কয়েকটির দ্বারপ্রান্তে।
* পোস্ট করেছেন: ১০৩টি
* মন্তব্য করেছেন: ৫১৯৭টি
* মন্তব্য পেয়েছেন: ৩২৪৪টি
* ব্লগ লিখেছেন: ১ বছর ৪ মাস
* ব্লগটি মোট ৯৯০০৩ বার দেখা হয়েছে
বছর পার করেও আমি বর্ষপুর্তি পোস্ট দেইনি। পোস্টও শততম করে ফেলেছি উদযাপন না করেই
আর ৯৯০০০এর বেশি ব্লগ দেখা হয়েছে।(এই খানে একটু দুর্ণীতি আছে! আমি নিজেই তো আমার ব্লগে ভিজিট করি
আরো আছে রেকর্ড: কাউকে ব্লক করিনি এখনো। খুব সম্ভব কখনো করাও হবেনা। এতো সময় নাই।
সেই যে সেফ হয়েছিলাম ব্লগ লেখার শুরুতে, তারপর থেকে আর অন্যথা হয় নাই। সতর্কিকরণ মেইল পেয়েছিলাম দুইবার। একবার আমার কোনো এক মন্তব্য কোনো এক ব্লগ থেকে সরিয়ে দেয়া হয়েছিলো। হয়তো কারো গালিগালাজের প্রত্যুত্তরে আমি দিয়ে ফেলেছিলাম (মানুষতো তাইনা?
আরেকটি ছিলো বিশেষ একটি পোস্ট স্টিকি করার জন্য পোস্ট দিয়েছিলাম, সেটি স্টিকি করে আমার পোস্টটি সরানোর নোটিশ করেছিলো মেইলে মডুরা।
সুতরাং বিশাল রেকর্ডের অধিকারী আমি। সুতরাং কনগ্রাচুলেট করুন আমাকে
সর্বশেষ এডিট : ০৮ ই জানুয়ারি, ২০১২ সকাল ১১:১৫

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


