১
ঘড়ির কাঁটাটি এগিয়ে চলেছে টিক টিক করে
জানি আর একটু পরেই তুমি আসবে, হ্যাঁ আসবেই ।
এই জনারণ্যে ব্যাকুল চোখে তুমি খুঁজবে আমায়
কত দিনের রুদ্ধশ্বাস প্রতীক্ষার পালা বুঝি শেষ হবে আজ।
মুঠোফোনটা বের করে তুমি বলবে, প্লিজ বলোনা,তুমি কোথায়?
আর আমি ? মুচকি হেসে বলব, এই যে আমি, খুঁজে বের করো আমায় ।
আমার জামার পকেটে একটা সদ্য কেনা লাল গোলাপ,
শত আঘাত বাঁচিয়ে, সযতনে এনেছি তোমায় দেব বলে ।
২
পকেটের গোলাপটা এখন আরো রঙিন, আরো জীবন্ত, আরো সজীব
রক্তে রঞ্জিত হয়ে, কয়েকটি পাপড়ি হারিয়ে চেয়ে আছে তোমার পানে ।
নাহ, অ্যাম্বুলেন্সের গগনবিদারী আওয়াজেও আর আমার ঘুম ভাঙবে না
আর ওই তো তুমি, চিৎকার করে পাগলের মত কাঁদছো আর বিলাপ করছো
ঘাতক ট্রাকটি কালো ধোঁয়া উড়িয়ে বহু আগেই মিলিয়ে গিয়েছে বহু দূরে ।
ওটা কি আদৌ একটা ট্রাক ছিল ? নাকি আমাদের চোখের ভুল
উহু, ওটাতো ছিল এই ঘুণে-ধরা, মরচে পড়া সমাজের এক প্রতিচ্ছবি মাত্র
যার বিষাক্ত ছোবলে ছিন্ন-বিচ্ছিন্ন হয়ে গেল আমাদের রঙিন স্বপ্নগুলি ।
সর্বশেষ এডিট : ২৯ শে নভেম্বর, ২০০৯ দুপুর ১:১৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



