অবশেষে সরকার ফেইসবুক খুলে দিয়েছে। বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) নির্দেশে সামাজিক যোগাযোগের বিশ্বব্যাপী জনপ্রিয় ওয়েবসাইট ফেইসবুক গতকাল শনিবার রাত ১১টা ৪২ মিনিটে উন্মুক্ত করে দেওয়া হয়।
বিটিআরসি গত ২৯ মে দুপুরের পর বাংলাদেশে ফেইসবুক বন্ধ রাখতে ইন্টারন্যাশনাল ইন্টারনেট গেটওয়ে (আইআইজি) অপারেটরদের নির্দেশ দেয়। এ নিয়ে দেশে ব্যাপক প্রতিক্রিয়া দেখা দেয়। ফেইসবুক চালুর দাবিতে বিক্ষোভ প্রদর্শনের ঘটনাও ঘটে।
গতকাল রাত ১২টা ২৫ মিনিটে বিটিআরসির চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) জিয়া আহমেদ কালের কণ্ঠকে বলেন, সরকারের সঙ্গে আলোচনার পর আধা ঘণ্টা আগে ফেইসবুক খুলে দেওয়া হয়েছে।
এ ব্যাপারে জানতে চাইলে আইআইজি অপারেটর ম্যাঙ্গো সার্ভিসেস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মীর মাসুদ কবির কালের কণ্ঠকে বলেন, 'রাত ১১টা ৪১ মিনিটে বিটিআরসির চেয়ারম্যানের কাছ থেকে নির্দেশ আসে। এর এক মিনিটের মধ্যেই আমরা ফেইসবুক খুলে দিই।'
এর আগে সন্ধ্যায়ও বিটিআরসির চেয়ারম্যান ফেইসবুক খুলে দেওয়া হবে বলে কালের কণ্ঠকে জানিয়েছিলেন। তিনি তখন বলেন, 'যে সমস্যার জন্য ফেইসবুক বন্ধ করে দেওয়া হয়েছিল, সে সমস্যা সমাধানে ফেইসবুক কর্তৃপক্ষ আমাদের পূর্ণ সহযোগিতার প্রতিশ্রুতি দিয়েছে।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



