ঘটনা -১
কাজিনের সাথে ইমো তে কথা বলছি , ( সে ইন্টারমিডিয়েট এ পড়ে )
;ভাইয়া তোকে একটা কথা বলব , আগে বল কাউকে বলবি না ...
; আচ্ছা , ( কিছুটা অনুমান করলাম কি কথা হতে পারে )
; কোন বড়ভাইগিরি দেখাতে পারবি না কিন্তু ।
; অকে , তুই বল ...
; ভাইয়া , আজকে একটা ছেলে আমাকে প্রপোজ করেছে ...
; তাই নাকি , তুই কি করলি তখন ?
; আমি রিফিউজ করেছি , " প্রপোজ পাইতে যত মজা , রিফিউজ করতে আরো বেশি মজা ..."
( এইটা শুনে টাস্কি খাইলাম )
ঘটনা - ২
বন্ধুর বিয়ে হয়েছে ৬ বছর আগে , একটা বাচ্চা ও আছে ...
তার স্ত্রী ও বাচ্চা গ্রামের বাড়িতে থাকে ।
বন্ধু ঢাকা তে থাকে , ৩ - ৪ টা প্রেম করে , মাঝে মাঝে রুম ডেট ও করে , এবং সেগুলো বনধুদের মাঝে বলতে বেশ প্রাঊড ফিল করে ...।
ঘটনা - ৩
আমার ইউনিভারসিটির হলের রুম মেট , সে দীর্ঘ দিন বেকার ছিল । সে তার ডিপার্টমেন্টের এক মেয়েকে পছন্দ করত , মেয়েটি তাকে কোন পাত্তাই দিত না ...,
গত বছর বন্ধুটি বিসিএস ক্যাডার হয় , যারা তাকে পাত্তা দিত না তারাই এখন তাকে অভিনন্দন জানায় ... ,
এখন অনেকেই তার ফেসবুকে নক করে
ঘটনা - ৪
আমার এক বড় আপু , বিয়ে হয়েছে প্রায় ১৪ বছর , একটা সন্তান আছে ... ,
সম্প্রতি তার হাজবেন্ডের সাথে তার ঝামেলা হচ্ছে ,
এর প্রধান কারণ হল ফেসবুক ...
অভিযোগ গুলি এরকম ---
তোমাকে রাত ৩ টার সময় কেন অনলাইন দেখি ?
অমুক ব্যক্তি তোমার ছবিতে এত কমেন্ট করে কেন ?
তমুকের ছবিতে তুমি এত লাইক দাও কেন ?
ইত্যাদি ...
ঘটনা - ৫
আরেকজন বন্ধু , সে বেশ ধনী ... ,
তার পেছনে অনেক মেয়েই ঘুর ঘুর করে , সে বুঝতে পারে সে ধনী , এটাই এর প্রধান কারন ...।
সে তাদের সাথে টাইম পাস করে নতুন আরেকজন কে বেছে নেয় ।
বিন্দাস (!) জীবন চলছে তার ...
ঘটনা - ৬
উপরোক্ত ঘটনাগুলি বাস্তব জীবন থেকে নেয়া ...,
এই ঘটনাগুলি মেয়েটিকে বলার পরে তাকে বলা হল , " অনেস্টি খুব ই মুল্যবান সম্পদ , এটা তুমি খুব সস্তা মানুষের কাছে আশা করতে পারবে না , হয়ত তোমার যার সাথে বিয়ে হবে সে অনেক অনেস্ট হবে ... "
বুঝছি না , হোয়াট হ্যাপেন নেক্সট ?
সর্বশেষ এডিট : ১২ ই সেপ্টেম্বর, ২০১৭ ভোর ৫:১৪

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




