ঘুম তুমি ঘুম নও
তোমাকে চোখে মুদে
জেগে রই হাজার রাত
খুঁজে পাই বক্রল দেয়াল
এঁকেবেঁকে চলে গেছে যা সুরঙ্গ পথে-
কী স্বপ্ন তোমার অবসন্ন চোখে?
কী কথা চিবুকের ভাঁজে?
কোনো তীর্থযাত্রীর শেষ প্রার্থনা
নাকি দুচোখে সুঁই-গাথা যুবরাজের আর্তচিৎকার?
আলাদিনের চেরাগ তোমাকে বহু পথ নিয়ে যায়-
উড়ন্ত সসার, চলমান সিঁড়ি, তিন নেতার মাজার...
চোখে দুঃস্বপ্নবোনা তরুণের নীরবতা
খুঁড়ে নেয় মোমের স্বপ্ন!
ঘুম তুমি ঘুমিয়ে থাকো
আমরাও ঘুম যাই
জেগে থাকবার কালে।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




