বছর তিনেক ধরে তাকে আমি প্রজাপতি বলে ডাকি,
বাচন ভঙ্গিতে তার মুষল লাবন্যঝরা মেয়েলী অভ্যাস থাকলেও তার শব্দগুলো যেন ডানা ঝাপটে গোপন কী বলতে চায়; কিছুটা বুঝে পুরোটাই না বোঝা থাকে,
সে এমনই চঞ্চল, এমন প্রজাপতির আছে বলেই ফুল ফুটে। পরাগায়নের সাংস্কৃতিক ছন্দে নবান্নের চাষ হয় গার্হস্থের ঘরে।
সে পাতার মত ভাজ খাওয়া, রঙের মিহি গাথুনির মলাটে এক কৌতুলপূর্ণ প্রজাপতি; সে খেয়ে গেছে সব ফুলের মধু; তবু......
সে বাসা বাধেনি কোন ফুল গাছে!!

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



