কান্না প্রসবের আতুড়ঘড়ে যে কবিতা জন্ম নিল,
কী তাহার নাম, কী বলে ডাকি? আগুন/ পদ্ম/ ঘুম পুতুল!
আমার যন্ত্রনা কাতর কবিতা কী জাত?
সে হিন্দু না মুসলিম?
কোন প্রজাতির প্রান তার শব্দের গর্তে!
কী তাহার বর্ণ, কে তাহার মা বাপ বন্ধু!
কবিতা তুই রিক্সায় কই কই ঘুড়তে যাবি? সাহাবাগ,
হট্টগোলের টি.এস.সি. , মৌন মলিন কিশরীর বারান্দার সামনে দিয়ে সাই করে ছুটে... যদি হারাস কোন চিহ্ন বিবরনীতে তোকে খুজব!
তার নাভীমুলে কান পেতে শুনি বাউল আত্মার গোঙ্গানির শব্দ,
আমার কোলে সেই কাব্য শিশু দগ্ধ সুরে আমার মন কাপায় কাদে, শব্দ দিয়ে নয়!
সর্বশেষ এডিট : ০১ লা জুলাই, ২০০৯ দুপুর ২:০২

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



