রাজহাসের বুকের মাংশ ভালোবেসে কেউ হইছে শিকারী,
কেউ রাজহাসের বুকের পশম ভালোবেসে হইছে ফটোগ্রাফার,
আমি রাজহাসের কিছুই ভালোবাসি নাই,
আমি শুধু আকাশে ওদের উড়তে দেখছি একবার কী দুইবার,
রাতের বেলা জানালার পাশ ফিরা শুইলে কেবল মনে হয়-
রাজহাসের একজোড়া চোখ তাকায় আছে,
রাজহাসটা উইড়া যায় না, সামনে আইসা খারায় না,
এ কেমুন রাজহাসগো সুভ্রত'দা, তুমি কী এগো দেখছো কখনো??
সর্বশেষ এডিট : ৩০ শে জুন, ২০০৯ রাত ৮:৩০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



