তোমার তীব্র অভিকর্ষে আমি পাখি হতে পারিনি, লাফ দিয়ে বারে বারে আছড়ে পরেছি ধুলার চুম্বকে,
এর মানে এই না যে আমি পাখিদের খবর রাখিনি;
পাখি হয়ে তুমি উড়ে গিয়েছিলে আরো সব পাখিদের সাথে,
আকাশের জ্যাকেটে পাখির পালক দেখে আমি পাখিদের আদমশুমারীর হিসাব রাখি; বোধ করি এই অভিকর্ষের টান দিন দিন বাড়ছে; বয়সের আগেই নুয়ে পড়ছি তাই,
দেয়ালহীন এ কারাগারে আমি তোমার অভিকর্ষের শিকল বাধা এক আজন্ম কয়েদী।।
সর্বশেষ এডিট : ০৪ ঠা জুলাই, ২০০৯ রাত ৯:৩৯

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



