ভাঙ্গা আয়না
দুই ছটাক গুলিবিদ্ধ নিস্তেজ চোখ,
ভয়ে গোঙ্গিয়ে উঠে-
বাড়িয়ে দেয় বাহু,
আবারো সেই বিভ্রান্তি,
এটা কী সেক্স? নাকি
অজ্ঞাত কম্পনের সূচালো কাটা,
উস্কে দিয়ে গুম হয় প্রতিবারই!
রিসকার ব্যবচ্ছেদ
ভাঙ্গা বাল্বে মেলে আলোদের ফসিল, ডি.এন.এ., মেলেনা তাদের বংশ পরিচয়,
ধোঁকা দিয়ে ব্যবসায়ী নিয়ে যায় ভাঙ্গা হাড়ি পাতিল, দিয়ে যায় লোকসানে শনপাপড়ি,
মন্দিরের ঘন্টায় ঘুম ভাঙ্গে মূর্তির, নড়ে চড়ে সেও মানুষ হতে চায়,
কাটছে কাটাতার শহুরে চোর, চোরের বাড়ি জলের জংশন,
মাকড়শার জাল শেখায় সময়ের অঙ্ক, অপেক্ষার জ্যামিতিতে ত্রিভুজরাই এক একটা মানুষ,
দিলারার স্বপ্ন হাসে ঘাসের পরান প্লাবনে, জমদুত কেন নিয়ে যায় বকুলের প্রাণ!
হাসছে জানালার ক্ষ্যাপা ধূলা, কাঁদছে মিলাদের তবারুক,
উড়ছে বালিকারা ওড়নার পালকে, ঝরছে অনুষ্ঠানের শুকানো মেহেদি,
আমি কেবল হাটছি, বৃষ্টির দিনে ভিজে চুপ চুপ ছাতাখানা বগলে নিয়ে।।
সর্বশেষ এডিট : ১৫ ই জুলাই, ২০০৯ ভোর ৬:৪৯

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



