প্রিয় এলাকাবাসী,
চট্টগ্রাম মহানগরীর ৪১টি ওয়াডের মধ্যে ২৩নং ওয়ার্ড অত্যন্ত গুর্বত্বপূর্ণ ও সম্ভাবনাময় একটি ওয়ার্র্ড। ব্যবসা বাণিজ্য, শিৰাদীৰা, ক্রীড়ানৈপুন্যে ইত্যাদিতে রয়েছে এর স্বর্ণজ্বোল ঐতিহ্য। কিন্তু দুঃখের বিষয় অত্র অঞ্চলের উন্নয়নে কর্তৃপক্ষ চরম উদাসীনতা দেখিয়ে আসছে। শাসকদলের সম্মানিত প্রতিনিধিগণ নিজেদের উন্নয়নে ব্যস্ত হয়ে পড়েছেন। আজ এ অঞ্চল মরুভূমিতে পরিণত হয়েছে । মাসের পর মাস শত শত পরিবার পানি ছাড়া মানবেতর জীবন যাপন করছে। সরকার উন্নয়নের জোয়ারে দেশ ভাসছে দাবী করলেও কুইক-রেন্টালের নামে বেড়েছে বিদ্যুতের বিল, বেড়েছে লোড শেডিং। সরকার বাহাদুর “ডিজিটাল বাংলাদেশের” গলা ফাটা চিৎকার করলেও আজ পর্যন্ত এলাকার কোন-স্কুল-কলেজে নেই কোন মাল্টি-মিডিয়া ক্লাসরুম। ফলে, আগামী দিনের ভবিষ্যত ছাত্র-ছাত্রীরা বঞ্চিত হচ্ছে আধুনিক শিক্ষা থেকে।
এ অঞ্চলের পানি সংকটের স্থায়ী সমাধান, ওয়ার্ডের প্রতিটি বাড়ীতে সময়সূচী অনুসারে পরিকল্পিত বর্জ্য কালেকশন ও অপসারণ, সঠিক সময়ে বর্জ্য ফেলতে সচেতনতা সৃষ্টি করা, এলাকার প্রতিটি ইমারতের ছাদে বৃক্ষ রোপন কর্মসূচীর মাধ্যমে সবুজ বিপ্লব ও দুষণমুক্ত পরিবেশ গঠন, গরীব মেধাবী ছাত্র-ছাত্রীদের পড়া-লিখা চালিয়ে যেতে সহযোগীতা প্রদান, এলাকার কন্যা দায়গ্রস' পিতা-মাতাকে সহযোগীতা দান, এলাকার গরীব, অসুস', দীর্ঘদিন দূরারোগ্য ব্যধিতে আক্রান্ত ব্যক্তিদের সাহায্যের হাত বাড়িয়ে দেওয়া, যৌতুকবিহীন শরীয়ত অনুযায়ী বিবাহের ব্যবস্থা গ্রহণ, ধর্মীয় অনুশাসনের মাধ্যমে নেশার বিষাক্ত ছোবল থেকে তরুণ সমাজের মুক্তি, মসজিদ ও দ্বীনি প্রতিষ্ঠানের হেফাজত, উন্নয়ন, ইমাম মোয়াজ্জিন সাহেবানদের প্রনোদনা সহ যাবতীয় সমাজ কল্যাণমূলক কর্মসূচীর সফল বাস্তবায়নে সকল ভেদাভেদ ভূলে পশ্চাদমূখী রাজনীতিকে না বলে সকলের দলের ও মতের প্রতি শ্রদ্ধা রেখে সুন্দর বাংলাদেশ গড়তে আমার হাতকে শক্তিশালী করুন। মনে রাখবেন এ দেশ কারো একার সম্পত্তি নই, এ দেশ আমার, আপনার সকলের। ১৬কোটি জনগন এ দেশের শক্তি।
আমি সিরাজুল ইসলাম
আগামী ২৮শে এপ্রিল ২৩নং ওয়ার্ডে
কাউন্সিলর পদে আপনাদের দোয়া ও ভোট প্রার্থী
dakko deke pakko nin LATIM MARKA vote din.দক্ষ দেখে পক্ষ নিন লাটিম মার্কায় ভোট দিন।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



