প্রথমত তেলও গ্যাস পাওয়া গেলে তা পেট্রোবাংলাকে দিবে, পেট্রোবাংলা না নিলে, বাংলাদেশের অভ্যন্তরের তৃতীয় কোন পক্ষকে দিবে, তারাও না নিলে বাংলাদেশের বাইরে অন্য দেশে রপ্তানি করা হবে। আমার প্রশ্ন পেট্রোবাংলা বা দেশের অভ্যন্তরের কোন কোম্পানি তেল গ্যাস নিবেনা কেন? বাস্তবতা কি? গ্যাসের দাম বাড়ার কারনে বাসভাড়া বৃদ্ধি, পরিবহন ব্যয় বাড়ায় খাদ্যদ্রব্যের দাম বৃদ্ধি। রিহেবের মতে গ্যাসের অভাবে অনেক রেডি ফ্লাট ক্রেতাদের কাছে হস্তান্তর করা যাচ্ছেনা। গ্যাসের অভাবে অনেক কারখানা ব্ন্ধ। গ্যাসের অভাবে বিদ্যুত উৎপাদন ব্যাহত।
এখন আমরা নিজেরা এত অভাবে থেকেও আমাদের তেল গ্যাস অন্য দেশে রপ্তানি করা হবে কার স্বার্থে? নিজের দেশের মানুষকে অভাবে রেখে তেল গ্যাস বিদেশিদের দিয়ে কি গদি রক্ষা করতে হবে।
আজকের প্রধানমন্ত্রীই একসময় বলেছিলেন, বাংলাদেশের জন্য ৫০ বছরের রিজার্ভ রেখে তারপর বিদেশে রপ্তানির কথা। এখন কি এই কথা ভুলে গেছেন। দেশের সম্পদ দিয়ে আগে দেশের মানুষের অভাব মিটান, পরে বিদেশিদের অভাব মিটানোর কথা চিন্তা করা যাবে।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



