শেখ হাসিনা পত্রিকায় লিখেছিলেন- "ভাল নেবেগো ভাল"। উনি ক্ষমতায় আসার পর এত এত "ভাল'র পসরা নিয়ে আসার পরও দেশের কিছু মানুষ তুষ্ট নয়। এ নিয়ে উনার বেজায় অভিমান।
একথা সত্যি বঙ্গবন্ধু কন্যা না হলে, উনি বাংলাদেশের আরো অনেক বিধবার মত সাদা শাড়ী পড়ে পুত্র কন্যা নাতি নাতনী নিয়ে জীবনের বাকী দিনগুলো কাটিয়ে দিতেন। এখন পুত্র কন্যা নাতী নাতনীদের ছেড়ে বাংলাদেশের মানুষের জন্য সকাল থেকে সন্ধ্যা, রাত অবধি পরিশ্রম করে যাচ্ছেন। তারপরও দেশের কিছু মানুষ তাকে নিয়ে নানা কটু কথা বলে।
কেন এত এত ভাল কাজ করার পরও দেশের মানুষ আওয়ামী লীগ ও শেখ হাসিনাকে পছন্দ করেনা?
এর কারণ ব্যক্তি মুজিব বা ব্যক্তি হাসিনা যতই ভাল কিছু করুক না কেন, সেই ভাল কাজগুলোকে নষ্ট করে দেয় , তার দলের কিছু নেতা ও কর্মীরা। পরিমলের কথাই ধরা যাক- সে গোপালগন্জের মুক্তিযুদ্ধের চেতনার শক্তি হিসেবে, ভিকারুননিসা স্কুলে চাকরি যোগাড় করে নেয়। তার পরে সে এতদিন ধরে স্কুলের অনেক ছাত্রীর সর্বনাশ করে আসছিল। একটি ছাত্রীর পরিবার থানায় মামলা করলে বিষয়টি প্রকাশ হয়ে পড়ে।
এরপরে পরিমল প্রধানমন্ত্রীর কার্যালয়ের কর্মকর্তাদের তালিকা অনুযায়ী ২৯তম বিসিএস পরীক্ষায় গোপালগন্জ কোটায় উত্তীর্ণ হয়ে প্রশাসনে নিয়োগের অপেক্ষায় ছিল।
এই পরিমল মুক্তিযুদ্ধের চেতনার পক্ষের শক্তি হিসেবে, ভিকারুননিসা স্কুলে, বিসিএস পরীক্ষায় সবজায়গাতেই জায়গা করে নেয়। কিন্তু এই পরিমল কি জানে, "মুক্তিযুদ্ধের চেতনা" মানে কি?
মুক্তিযুদ্ধের চেতনা নিয়ে পরিমলকে ১০ টি বাক্য রচনা করতে বললে সে কি পারবে? হয়ত তোতাপাখির মত বলবে, বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা তৈরী করাই মুক্তিযুদ্ধের চেতনা। কিন্তু পরিমল বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়তে কি কি কাজ করেছিল।
তার ছাত্রীদের নগ্ন দেহের ভিডিও করে, ছাত্রীদের ধর্ষণ করে সে কিভাবে বঙ্গবন্ধুর সোনার বাংলা তৈরী করবে। আসলে পরিমল বঙ্গবন্ধুর সোনার বাংলা সম্পর্কে কিছুই জানেনা। সে শুধু জানে গোপালগন্জ, ও জয় বাংলা শ্লোগান ব্যবহার করে চাকরি জোগাড় করা ও ধর্ষন করা।
তাই শেখ হাসিনা যতই "ভাল"র পসরা নিয়ে আসুক না কেন, তার দলের নেতা কর্মী যারা জয় বাংলা শ্লোগান ব্যবহার করে "মল" এর পসরা নিয়ে আসছে, তাদের জন্যই বাংলাদেশের অনেক মানুষ আওয়ামী লীগকে ঘৃণা করে। শেখ হাসিনাকে ঘৃণা করে।
শেখ হাসিনার কাছে এসব ধর্ষণকারীদের উপযুক্ত বিচার চেয়ে কোন লাভ হবে? সেন্চুরি মানিকের কি কোন শাস্তি হয়েছিল।
তাই এসব পরিমলদের যেখানে পাওয়া যাবে, সেখানেই হিজড়া বানিয়ে দেয়া হোক।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



