যুদ্ধাপরাধি দের বিচার এর দাবিতে গনস্বাক্ষরের প্রেস কনফারেন্স অনুষ্ঠিত হয় ২২ ফেব্রুয়ারী তথা গতকাল। এই কনফারেন্স এর মূল লক্ষ্য ছিল আমাদের কাজ সম্পর্কে সংবাদ মাধ্যমকে অবগত করা এবং আমাদের পরবর্তী কর্মসূচী ঘোষনা করা। আমি কনফারেন্স এর সফলতা বা ব্যর্থতা নিয়ে কথা বলবোনা। শুধু এই কথা বলব যে আমরা ২১ ফেব্রুয়ারী পর্যন্ত যে লক্ষ্য স্থির করেছিলাম তাতে আমরা সফল, আমাদের লক্ষ্য ছিল ২১ ফেব্রুয়ারী পর্যন্ত ১ লক্ষ স্বাক্ষর সংগ্রহ করা, আপনারা জেনে খুশি হবেন যে আমরা ২১ ফেব্রুয়ারী পর্যন্ত প্রায় ২ লক্ষ স্বাক্ষর সংগ্রহ করেছি(অনুমান)। এবং শুধুমাত্র বই মেলা থেকেই মাত্র ১৫ দিনে প্রায় ৩০ হাজার স্বাক্ষর সংরহ করেছি (শুধুমাত্র দর্শনার্থীদের প্রত্যক্ষ স্বাক্ষর, তা ছাড়াও অনেকে নিজ থেকে প্যাড নিয়ে পূরন করে আমাদের কাজে সহায়তা করেছে)। আমদের সবচাইতে বড় পাওয়া হল আমরা মানুষ এর মধ্যে সচেতনতার বীজ বপন করতে পেরেছি। যেহেতু বই মেলায় আমাদের কার্যক্রম সুধুমাত্র ২১ ফেব্রুয়ারি পর্যন্ত ছিল সেহেতু আমাদের বই মেলায় কাজ সমাপ্ত হওয়ার কথা কিন্তু আমরা ভেবে দেখলাম বই মেলা অনেক বড় একটা মাধ্যম সুতরাং আমরা চাই বই মেলার আগামী কয়েক দিনও স্বাক্ষর সংগ্রহ চলুক(বই মেলার পর ১ তারিখ পরবর্তী কর্মসূচী ঘোষনা করা হবে)। কিন্তু আমাদের প্যাড শেষ হয়ে যাওয়ার কারনে আমরা তা করতে সমস্যায় পড়ছি কারন আমাদের অর্থনৈতিক অবস্থা খুবই খারাপ তাই আমরা প্যাড ছাপতে পারছি না। আমরা আপনাদের কাছে সাহায্য চাচ্ছি, কারো যদি সম্ভব হয় অর্থনৈতিক ভাবে আমাদের সাহায্য করুন, আপনার সাহায্য খুবই দরকার। আমাদের প্রতি ৪০ টা প্যাড ছাপতে ২০০০ টাকা খরচ হয়। আশা করি আপনাদের স্বতস্ফূর্ত অংশগ্রহন আমাদের প্রচেষ্টাকে সফল করে তুলবে। আপনাদের যে কোন অংকের অংশগ্রহন আমদের কাম্য।
সাহায্য করার জন্য যোগাযোগ করুনঃ
• মাহমুদুল হাছানঃ ০১৭১৩৪৫৪৩৯৮
• অমিতঃ ০১৭১১৪৬১৮৪১
• অরন্যঃ ০১৯১২১২৪৩৮৯
• মিজানঃ ০১৯১৪২৩০৮৩২
আশা করি আমদের কার্যক্রমকে সচল রাখার চেষ্টা করবেন।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



