বিয়ে
গত কয়েকদিন যাবৎ আমার অতি প্রিয় বেশ কিছু মানুষের বিয়ের আগাম সংবাদ বিভিন্নভাবে পাচ্ছি।ভালো লাগছে এক সাথেধ বেশকিছু বিয়ের জ্যাম ছুটে যাচ্ছে দেখে সাথে সাথে নিজ গমন পথ প্রশস্থ হচ্ছে মনে করে।
গত বৃহস্পতিবার ভীষণ প্রিয় বান্ধবী শেলী তার বিয়ের দিন তারিখসহ দাওয়াত সাথে তার বিশেষ উপহারের দাবীনামা।
আর গত শুক্রবার আমাদের একমাত্র বোন রিনুর বিয়ের দিন তারিখ চূড়ান্ত করে আসলাম,আল্লাহর উপর ভরসা করে।।
আর একজন মানুষেরর বিয়ের কুজন ফেসবুকে ভেসে আসছে........
রিনুসহ সকলের জন্য শুভ কামনা ও আর্শীবাদ।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



